মিথ্যা আশ্বাস ও ভণ্ডামির অভিযোগ, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা
তাঁর অনুমতি ছা়ড়াই প্রযোজনা সংস্থা কীভাবে তাঁর বডি ডাবল ব্যবহার করতে পারে তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন স্বস্তিকা।
নিজস্ব প্রতিবেদন: 'গ্রিন অ্যাপেল প্রোডাশন'এর প্রযোজনায় ওয়েব সিরিজ 'স্টোনম্যান'স ডাইরি'তে কাজ করছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে ওয়েব সিরিজটির শ্যুটিং। ১৮ জুন ১৯ জুন উত্তরাখণ্ডের হরিদ্বারে 'স্টোনম্যান'স ডাইরি'র বাকি অংশের শ্যুটিং হওয়ার কথা ছিল এবং এই সিরিজটি SVF-এর ডিজিট্যাল প্লার্টফর্ম 'হইচই' সম্প্রচার হওয়ার কথা। এরই মাঝে প্রোযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। এমনকি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মিথ্যাচার ও অসহযোগিতার অভিযোগ এনেছেন তিনি। শুধু তাঁর সঙ্গেই নয়, তাঁর দুই সহকারী মেকআপ আর্টিস্ট ও হেয়ার আর্টিস্টকেও মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগ এনেছেন। পাশাপাশি তাঁর অনুমতি ছা়ড়াই প্রযোজনা সংস্থা কীভাবে তাঁর বডি ডাবল ব্যবহার করতে পারে তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন স্বস্তিকা।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, সমস্যাটা তৈরি হয়েছিল স্বস্তিকার ব্যক্তিগত মেকআপ ও হেয়ার আর্টিস্টকে (প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ও নীতা মল্লিক) নিয়ে। তাঁদের গিল্ডের কার্ড না থাকায় কলকাতার বাইরে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। তবে অভিনেত্রীর অভিযোগ, সমস্যার সমাধানে গিল্ডের কাছে মিথ্যা কথা বলতে বলেছিলেন ওয়েবসিরিজিটির জন্য নিযুক্ত EP ( এক্সিকিউটিভ প্রডিউসার) সৌরভ বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে, এই আশ্বাস দিয়ে প্রথম থেকেই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন সৌরভ। এক্ষেত্রে গিল্ডের চেয়ারম্যানের অনুমতি তিনি জোগাড় করবেন বলেও আশ্বাস দেন ওই EP। তবে এক্ষেত্রে তাঁর কাছ থেকে লিখিত অনুমতিপত্র থাকলে তা দিতে অসমর্থ হন সৌরভ। EP সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিন শটও শেয়ার করেছেন অভিনেত্রী।
স্বস্তিকার আরও অভিযোগ, শেষ মুহূর্তে তাঁর ম্যানেজার প্রযোজনা সংস্থার কর্ণধার জা়রিন মিস্ত্রির কাছে এবিষয়ে জানতে চাইলে, তিনি স্পষ্ট জানিয়ে দেন গিল্ডের কার্ড রয়েছে এমন হেয়ার ও মেকআপ আর্টিস্টকেই নিয়ে যাওয়া যাবে। তবে তাঁর টিমের সদস্যদের ছাড়া কাজ করতে অস্বীকার করেন অভিনেত্রী। এদিকে স্বস্তিকা জানতে পারেন, তাঁকে না জানিয়ে তাঁর বডি ডাবল নিয়ে কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রযোজনা সংস্থা। যদিও চুক্তিপত্র অনুযায়ী অভিনেত্রীর অনুমতি ছাড়া প্রযোজনা সংস্থা তাঁর বডি ডাবল ব্যবহার করতে পারে না। আর যেখানে তাঁর আর অভিনেতা রজতাভ দত্তের সঙ্গে টানা ২৫ মিনিটের কথোপকথন রয়েছে, সেক্ষেত্রে বডি ডাবল ব্যবহার করা কীভাবে সম্ভব? শেষ মুহূর্তে SVF-এর তরফে তাঁকে জানানো হয় শ্যুটিংয়ে কোনও টেকনিশিয়ানস কেই নিয়ে যাওয়া হচ্ছে না। এমনকি ওই EP-কে এই কাজের দায়িত্ব থেকে সরানো হয়েছে।
পুরো বিষয়টি জানার পর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এমনকি 'গিল্ড' এবং 'ফেডারেশন'-এর নিয়েমের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। পুরো ঘটনায় আর্টিস্ট ফোরামের হস্তক্ষেপও প্রার্থনা করেছেন স্বস্তিকা।