নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) কাণ্ডে বেশকিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। এই মুহূর্তে রাজ রয়েছেন পুলিস হেফাজতে। এদিকে এই মামলায় নিত্যদিনই উঠে আসছে নতুন তথ্য। পর্নোগ্রাফি কাণ্ডে রাজের সঙ্গে তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)র কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। যদিও ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে নিজের স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন শিল্পা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার এই মামলায় বিস্ফোরক দাবি করলেন পর্দার 'শক্তিমান' মুকেশ খান্না (Mukesh Khanna) । তাঁর কথায়, ''কে দোষী আর কে দোষী নয়, তা বলছি না। তবে ঘটনা যদি সত্যি হয়, তাহলে শিল্পা স্ত্রী হিসাবে তাঁর স্বামীর কাজ ও কোম্পানির বিষয়ে ১২০ শতাংশ নিশ্চয়তার সঙ্গেই জানেন। যদিও এটা বহু আগের সময় হত, তা হলে বুঝতাম। আগে অর্ধাঙ্গিনীরা বাইরের খবর রাখতেন না। এখন স্ত্রী-রা ঘর ও ব্যবসা সব খবরই জানেন। রাজের বিরুদ্ধে অভিযোগ যদি সত্যি হয়, তাহলে শিল্পার উচিত স্বামীর বিরুদ্ধে গিয়ে সত্যিটা বলার ক্ষমতা রাখা।''


আরও পড়ুন-Pornography-র সঙ্গে আরও অনেকেই জড়িত, তাঁদের সকলের নাম পুলিসকে জানাব : Gehana Vasisth



পর্নকাণ্ডে ইতিমধ্যেই রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)র বয়ান রেকর্ড করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, নিজের স্বামীকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন শিল্পা। তিনি বলেন,'Hotshots' অ্যাপে ঠিক কী ছিল সে সম্পর্কে তিনি জানেন না। অভিনেতার দাবি 'Hotshots'-র সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।' শিল্পা তাঁর বয়ানে এও উল্লেখ করেছেন যে এরোটিকা ও পর্নের ফারাক রয়েছে। রাজ কুন্দ্রা অশ্লীল ছবি তৈরি করেননি। এই ধরনের কাজে তিনি জড়িতও ছিলেন না। আসল অভিযুক্ত তাঁদের আত্মীয়, রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সী যিনি অ্যাপ এবং অ্যাপের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)