Pornography-র সঙ্গে আরও অনেকেই জড়িত, তাঁদের সকলের নাম পুলিসকে জানাব : Gehana Vasisth

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) অফিসে হাজিরা দিতে পারলেন না মডেল, অভিনেত্রী গহনা বশিষ্ঠ 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 25, 2021, 05:30 PM IST
Pornography-র সঙ্গে আরও অনেকেই জড়িত, তাঁদের সকলের নাম পুলিসকে জানাব : Gehana Vasisth

নিজস্ব প্রতিবেদন : কথা থাকলেও পর্নোগ্রাফি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) অফিসে হাজিরা দিতে পারলেন না মডেল, অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)। মুম্বইয়ের বাইরে থাকায় তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। এছাড়া তাঁর কাছে কোনও সমনও পৌঁছোয়নি বলে জানিয়েছেন গহনা। 

এবিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) জানিয়েছেন, ''আমি গতকাল বিষয়টি জানতে পেরেছি, তবে গভীর রাতে কোনও সরকারি সমন পাইনি। আমি মুম্বাইয়ের বাইরে রয়েছি। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে টিকিট বুক করে আসা সম্ভব নয় এবং Covid নিয়ম মেনে RTPCR পরীক্ষাও বাধ্যতামূলক। যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, তাই দু'দিনের মধ্যে মুম্বইতে ফেরার আগে আমাকে টাকার ব্যবস্থা করতে হবে। আমি অবশ্যই ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch)দফতরে যাবো, তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষায় রয়েছি।''

আরও পড়ুন-Pornography কাণ্ডে আরও বিপাকে Raj Kundra! সাক্ষী দেবেন তাঁরই ৪ কর্মচারী

গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) আরও জানান, ''আমি যখন ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch)দফতরে যাবো তখন পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত পুরুষ ও মহিলাদের নাম পুলিসকে জানাব। যে সমস্ত মহিলারা নিজেদের ভুক্তোভোগী বলে দাবি করছেন, তাঁরাও আশঙ্কায় রয়েছেন যে নাম প্রকাশের পরে আসামীতে না পরিণত হয়ে যান। আর অন্যরা যাঁরা অভিযোগ তুলছেন, তাঁদের পর্ন নিয়ে বিভিন্ন মন্তব্য নেট দুনিয়ায় পাওয়া যায়। আমি সব নামই আধিকারিকদের জানাব, কেন একজনকেই শুধু টার্গেট করা হবে! রাজ কুন্দ্রা আর আমি অভিযুক্ত, দোষী সাব্যস্ত কিন্তু এখনও হইনি।''

গহনার কথায়, ''Hotshots-র মতো অ্যাপের প্রযোজক, ডিরেক্টর কিন্তু ১ জন নয়, আরও অনেকে রয়েছেন যাঁরা এগুলি বানান, তাঁদেরকেও ডেকে পাঠানো উচিত।'' প্রসঙ্গত পর্নোগ্রাফি মামলায় গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয় গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)কে, এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.