Porn Case: এবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে Shilpa Shetty

২০২০ সালের ডিসেম্বরে শিল্পা কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান তা তাঁর কাছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 23, 2021, 07:17 PM IST
Porn Case: এবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে Shilpa Shetty

নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি মামলায় এবার রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)কে জিজ্ঞাসাবাদ শুরু করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ  (Mumbai Crime Branch)। সূত্রের খবর, ২০২০ সালের ডিসেম্বরে শিল্পা কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান তা তাঁর কাছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। 

জানা যাচ্ছে, শুধু রাজ কুন্দ্রা নন, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে চায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। 'Hotshots' বা এধরনের কোনও অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিল্পার কোনও আয় হয়েছে কিনা তদন্তের স্বার্থে তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, শিল্পা শেট্টি (Shilpa Shetty) ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন, তবে ২০২০ সালে তিনি সেই পদ থেকে সরে যান। 

আরও পড়ুন-দিলনওয়াজ শেখ থেকে মান্যতা হয়ে উঠেছিলেন Sanjay Dutt পত্নী, জানেন কীভাবে?

 ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ছাড়াও শিল্পা (Shilpa Shetty) তাঁর স্বামী রাজ কুন্দ্রার জেএল স্ট্রিম অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চে (Mumbai Crime Branch)র এক আধিকারিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ''আমাদের তদন্তে জেএল স্ট্রিম অ্যাপের ভূমিকাও সামনে এসেছে। সম্প্রতি আমরা রাজের দুই সংস্থার অফিসে অভিযান চালিয়েছি। বেশ কয়েকটি অপরাধমূলক প্রমাণ উদ্ধার করা হয়েছে।''

এদিকে শুক্রবারই পর্নোগ্রাফি মামলায় তল্লাশি চালাতে শিল্পা শেট্টি (Shilpa Shetty)র জুহুর বাড়িতে যায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তবে তল্লাশি চালানোর সময় কোনও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা (Raj Kundra)র পুলিস হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.