ট্রাম্পের মুখে বলিউডের প্রশংসা, উঠে এল শাহরুখ-কাজলের ডিডিএলজে-র নামও
মোতেরায় দাঁড়িয়েই বলিউডের প্রশংসা করেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদন: সোমবার বেলা ১২টা নাগাদ ভারতে এসে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাাম্প এবং মেলানিয়াকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পরিদর্শন করে, মোতেরা স্টেডিয়ামের উদ্ধোধনে হাজির হন সস্ত্রীক ট্রাম্প।
মোতেরার উদ্বোধনে হাজির হয়ে আমেরিকা ভারতকে ভালবাসে বলে প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদীর ভূয়ষী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বলিউডের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে।
তিনি বলেন, প্রতি বছর বলিউড প্রায় ২০০০ সিনেমা তৈরি করে। যা কার্যত গর্বের বিষয়। শুধু তাই নয়, ভারতে (DDLJ) 'ডিডিএলজে' অর্থাত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র মতো সিনেমাও তৈরি করা হয় বলে প্রশংসা করেন (US President) মার্কিন প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে আসে শোলে, ভাংড়া এবং ভারতীয় সঙ্গীতের প্রশংসাও।
প্রসঙ্গত ২০১৫ সালে ভারত সফরের সময় ততকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলিউডের প্রশংসা করেন। ওই সময় তিনিও ডিডিএলজে এবং 'স্যানোরিটার' প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এবার ট্রাম্পের ভারত সফরর দিনও উঠে এল (Shah Rukh Khan) শাহরুখ খান এবং (Kajol) কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র প্রসঙ্গ।
বলিউডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখে উঠে আসে সচিন তেন্ডুলকর এবং (Virat Kohli) বিরাট কোহলির নামও।