নিজস্ব প্রতিবেদন: বাংলা সিনেমা শুধু নয়, বিশ্ব সিনেমার ইতিহাসে প্রথমবার সিনেমাহলে মানুষ ছুটছে এমন এক ছবির নেশায় যার দুই মুখ্য চরিত্র বা এককথায় যে ছবির নায়ক নায়িকা দুজনেই এখন অতীত, দাবি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shiboprasad Mukherjee)। ২০১৮ সালে 'বেলাশুরু'(Belashuru) ছবির শুটিং করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্ত(Swatilekha Sengupta)। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি। এই চার বছরের মধ্যেই প্রয়াত হয়েছেন ছবির দুই নায়ক-নায়িকা। কিন্তু মুক্তির প্রথমদিন থেকেই এই ছবি সাড়া জাগিয়েছে বক্স অফিসে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার কারণে বারবারই পিছিয়ে যায় ছবির মুক্তি। নন্দিতা রায়(Nandita Roy এক বিশেষ সাক্ষাৎকারে জি ২৪ ঘণ্টার এডিটর গৌতম ভট্টাচার্যকে জানান,'ওঁদের চলে যাওয়ার পর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, ছবিটা কি আদৌ আমরা রিলিজ করতে পারব?ভবিষ্যত খুবই অনিশ্চিত ছিল। ওটিটি থেকে প্রচুর অফার আসতে শুরু করে। কিন্তু আমি বদ্ধপরিকর ছিলাম যে এই ছবিটা আমি বড়পর্দাতেই রিলিজ করব।'


ছবির অন্যতম পরিচালক নন্দিতা রায় আরও বলেন,'আমি স্বাতীদিকে কথা দিয়েছিলাম। বলেছিলাম, তোমার এ ছবিটা আমি বড়পর্দাতে রিলিজ করব করবই। একজন মানুষও যদি এই ছবি দেখতে আসে তাহলেও এই ছবি রিলিজ করা সার্থক। আমি শিবুকে বলেছিলাম এটা কিছুতেই ওটিটিতে রিলিজ করব না। আমি পাঁচ দশ বছরও অপেক্ষা করতে রাজি ছিলাম। এটা এমন একটা বিষয় যেটা সারাজীবনই মানুষের অনুভবে থাকবে তাই যেকোনও সময় এই ছবি রিলিজ করানো যায়।'


আরও পড়ুন: Suhana Khan Birthday Photo: অগস্ত্য ও খুশির সঙ্গে জন্মদিন উদযাপন শাহরুখ কন্যা সুহানার, দেখুন অ্যালবাম



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)