দ্বিতীয় সন্তানের অপেক্ষায় Neha-Angad,সুখবর দিলেন তারকা দম্পতি
দু'জনের কোলে মেয়ে মেহের। সে আবার নীচু হয়ে মায়ের বেবি বাম্প দেখছে।
![দ্বিতীয় সন্তানের অপেক্ষায় Neha-Angad,সুখবর দিলেন তারকা দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় Neha-Angad,সুখবর দিলেন তারকা দম্পতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/19/333806-neha.jpg)
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ফের সুখবর দিলেন নেহা ধুপিয়া (Neha Dhupia),অঙ্গদ বেদী (Angad Bedi)। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন নেহা। বেবি-বাম্প প্রকাশ্যে এনে এই খবর শেয়ার করলেন তারকা দম্পতি। দু'জনের কোলে মেয়ে মেহের। সে আবার নীচু হয়ে মায়ের বেবি বাম্প দেখছে। এমনই একটি ছবি শেয়ার করে অঙ্গদ লিখলেন, ‘নতুন হোম প্রোডাকশন আসছে। বাহেগুরুর শুভেচ্ছা। ’
নেহা অবশ্য লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী দেব ভাবতেই আমাদের দু'দিন লেগে গিয়েছে। তারপর মাথায় এল, ধন্যবাদ ভগবান’। নেহা-অঙ্গদের প্রথম সন্তান মেহেরের বয়স আড়াই বছর।
আরও পড়ুন, 'তোমাকে ভালবাসি', Priyanka-র জন্মদিনে Nick-এর আদুরে বার্তা
২০১৮ সালে দিল্লির গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা, অঙ্গদ। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতিতে শুভেচ্ছা পেয়েছিলেন বলি তারকাদের। বিয়ের ছয় মাসের মাথায় প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও, পরবর্তীতে তাঁরা মেনে নেন প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগেই গর্ভবতী ছিলেন নেহা।
বর্তমানে বেশ কয়েকটি সিজন ধরে ‘রোডিজ’-এর বিচারকের ভূমিকাতে কাজ করছেন নেহা ধুপিয়া। তবে হঠাৎ পাওয়া এই খবরে উচ্ছ্বসিত নেহা-অঙ্গদের অনুরাগীরা।