এবার বিয়ে করতে চলেছেন নীল নীতিন মুকেশ
এ বছর অর্থাত্ ২০১৬ সালটা বলিউডের সম্পর্কের জন্য বেশ খারাপই ছিল। অনেক কাপলের ডিভোর্সের খবরই পাওয়া গিয়েছে গোটা বছর জুড়ে। অবশ্য শুধুই বিচ্ছেদের খবর ছিল, সেটাও নয়। নতুন বিয়েও হয়েছে একঝাঁক তারকার। অমৃতা রাও থেকে বিপাশা বসু কিংবা উর্মিলা মাতোন্ডকার অথবা প্রীতি জিন্টা, চলতি বছরে বেশ কিছু জুটির বিয়েও হয়েছে।
![এবার বিয়ে করতে চলেছেন নীল নীতিন মুকেশ এবার বিয়ে করতে চলেছেন নীল নীতিন মুকেশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/26/71440-nilbaire26-11-16.jpg)
ওয়েব ডেস্ক: এ বছর অর্থাত্ ২০১৬ সালটা বলিউডের সম্পর্কের জন্য বেশ খারাপই ছিল। অনেক কাপলের ডিভোর্সের খবরই পাওয়া গিয়েছে গোটা বছর জুড়ে। অবশ্য শুধুই বিচ্ছেদের খবর ছিল, সেটাও নয়। নতুন বিয়েও হয়েছে একঝাঁক তারকার। অমৃতা রাও থেকে বিপাশা বসু কিংবা উর্মিলা মাতোন্ডকার অথবা প্রীতি জিন্টা, চলতি বছরে বেশ কিছু জুটির বিয়েও হয়েছে।
আরও পড়ুন বিশ্বের সেরা ১০ হ্যান্ডসামের তালিকায় তৃতীয় ঋত্ত্বিক রোশন!
এবার আগামী বছর অর্থাত্, ২০১৭-এর ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন নীল নীতিন মুকেশ। গত অক্টোবর মাসেই অবশ্য বাগদান সারা হয়ে গিয়েছে তাঁদের। নীল নীতিন মুকেশের বিয়ে হচ্ছে রুক্মীনি সহায়ের সঙ্গে। বিয়ের প্রসঙ্গে নীল জানিয়েছেন, তিনি ফেব্রুয়ারিতে বিয়ে করলেও, সেটা একেবারে ছোট করে হবে। বন্ধু আর আত্মীয় ছাড়া নাকি সেই বিয়েতে কারও এন্ট্রি নেই!
আরও পড়ুন বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম