ভারতীয় সংস্কৃতির ছোঁয়া লাগল বিদেশে, দীপাবলিতে বলিউডের গানে নাচল নিউজিল্যান্ডের পুলিস
ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে ওই ভিডিয়ো
নিজস্ব প্রতিবেদন: আলোর উৎসবে মাতোয়ারা হল এবার নিউজিল্যন্ডও। সেই কারণে দীপাবলিতে বলিউডি গানে কোমর দোলাতে দেখা গেল নিউজিল্যান্ডের ওয়েলিংটন পুলিস অ্যাকাডেমির বেশ কয়েকজনকে। দীপাবলি উপলক্ষ্যে ওয়েলিংটন পুলিস অ্যাকাডেমিতে কখনও বেজে ওঠে ক্যাটরিনার 'কালা চশমা' আবার কখনও আলিয়ার 'ড়কি বিউটিফুল কর গ্যায়ি চুল'।
আরও পড়ুন : দীপাবলিতে 'ওম জয় জগদীশ' গাইলেন মার্কিন গায়িকা, আলোর উৎসবের শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রীর
বলিউডের জনপ্রিয় গানে নাচতে দেখা যায় বিদেশের ওই পুলিস কর্মীদের। যে ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে।
আরও পড়ুন : কবীরই তাঁর জীবনের 'সূর্যের আলো', ছেলের নতুন ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল
দেখুন...
I don't know if I have said this enough but I LOVE NEW ZEALAND! https://t.co/UKJAbWq3ny
— Kanav Bali(@BaliKanav) November 19, 2020
Thank you very much, New Zealand Police, you celebrated our festival Deepawali with so much pomp.
— ravindra kumar ( Dhoni) (@tPi2nXMA6qgnJaY) November 19, 2020
They all danced just so well!!! Full on desi vibes. No discomfort or anything.
— Ankit (@ap141994) November 18, 2020
#Diwali
New Zealand police officers celebrating Diwali at Wellington Police Academy.Lovely!! #HappyDiwali@nzpolice @IndiainNZ @NZinIndia@MukteshPardeshi @BhavDhillonnz @NZPoliceMedia pic.twitter.com/FeoRJ4N59T
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) November 18, 2020
দীপাবলির আলো যে ভারতের বাইরে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে, তা সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা থেকেই স্পষ্ট। দীপাবলি উপলক্ষ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ভার্চুয়াল দুনিয়ার মাধ্যমে প্রত্যেকে শুভেচ্ছা জানান।
কানাডার প্রধানমন্ত্রীর পাশাপাশি মার্কিন গায়িকা মেরি মেলবিনের গলায় শোনা যায় দীপাবলি উপলক্ষ্যে 'ওম জয় জগদীশ হরে'। মেরি মিলবিনের ওই গান ইউটিউবে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও মেরি ওই গান শেয়ার করেন।