close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ধার করে, গয়না বিক্রি করে চলছে সংসার, অর্থনৈতিক দুরাবস্থায় জনপ্রিয় অভিনেত্রী

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকে তাকিয়ে নূপুর

Updated: Oct 9, 2019, 01:56 PM IST
ধার করে, গয়না বিক্রি করে চলছে সংসার, অর্থনৈতিক দুরাবস্থায় জনপ্রিয় অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: অর্থনৈতিক দুরাবস্থার মুখে অভিনেত্রী নূপুর অলঙ্কার। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, কখনও সহঅভিনেতা আবার কখনও বন্ধুর কাছ থেকে টাকা ধার করে সংসার চালাতে হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে।

আরও পড়ুন : মায়াবী আলোয় মিশে গেল ঠোঁটে ঠোঁট, বাগদান সারলেন বলিউড অভিনেত্রী
সম্প্রতি ২৫ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে বন্ধ করে দেওয়া হয় পঞ্জাব-মহারাষ্ট্রের সমবায় ব্যাঙ্কের সমস্ত লেনদেন। ফলে ওই ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা পড়েছেন বেজায় ফাঁপরে। অর্থাত, পঞ্জাব-মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক থেকে এই মুহূর্তে কোনও গ্রাহক অর্থনৈতিক লেনদেন করতে পারছেন না। সংশ্লিষ্ঠ ব্যাঙ্কের সেই গ্রাহক তালিকায় রয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী নূপুর অলঙ্কাররের নামও। পরিস্থিতি এমন যে, বর্তমানে গয়না বিক্রি করে সংসারের খরচ চালানোর টাকা জোগাড় করতে হচ্ছে নূপুরকে। 

আরও পড়ুন : দশমীতে সিদুঁর খেলে এক্কেবারে অন্যরূপে হাজির রানি, দেখুন ভিডিয়ো
শুধু তাই নয়, ৬ মাস অন্তর প্রথমে ১০ হাজার টাকা করে পরে ২৫ হাজার করে তোলা যাবে বলে জানানো হয় সরকারের তরফে। কিন্তু ৬ মাস অন্তর পর্যাপ্ত অর্থ তুলতে না পারায় কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে নুপূরের।