বিয়েতে নুসরতের নাচ, দেখুন ভিডিও
কখনও হলুদ সালওয়ারে দেখা যায় নুসরতকে আবার কখনও সবুজ লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে
![বিয়েতে নুসরতের নাচ, দেখুন ভিডিও বিয়েতে নুসরতের নাচ, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/02/119102-pagenusssss.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের মে মাসেই টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই টিনসেল টাউনে জোর চর্চা শুরু হয়েছে। রাজ-শুভশ্রীর বিয়ের নিমন্ত্রণ পত্র-ও অতিথিদের কাছে পৌঁছতে শুরু করেছে। কিন্তু, রাজ-শুভশ্রীর বিয়ের জন্য কি আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নুসরত।
আরও পড়ুন : খোলামেলা পোশাকে নারাজ, খুব বেশি ঘনিষ্ঠ দৃশ্যে 'না' শ্বেতার
বিশ্বাস হচ্ছে না, তাহলে দেখুন এই ভিডিও..
ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। রাজ-শুভশ্রীর বিয়ের জন্য নয়, নিজের এক তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের রিহার্সাল করতে দেখা যায় নুসরত জাঁহাকে। ইনস্টাগ্রামে তুতো ভাইয়ের কথা নিজেই উল্লেখ করেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। হলুদ সালওয়ার কামিজ পরে নুসরত যখন ৯-এর দশকের গানে কোমর দোলাতে দেখা যায় নুসরত জাঁহাকে। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায় নুসরত জাঁহার সেই নাচ।