জ্যাকলিনের গাড়িতে নগ্ন বরুণের ভিডিও ভাইরাল

ওয়েব ডেস্ক: বহুবার বহু বলিউড নায়িকার নুড ফটোশ্যুট ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। তবে এবার আর কোনও নায়িকা নয়। বলিউড তারকা বরুণ ধাওয়ানের পোশাক বদলের সময়কার  নগ্ন ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সৌজন্য, তাঁর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ। তিনিই বরুণের পোশাক পরিবর্তনের নগ্ন ভিডিও তুলে বসেন, ‌যা নিমেষে ভাইরাল হয়ে ‌যায়।

আসলে, এই মুহূর্তে বরুণ ধাওয়ান ভীষণ ব্যস্ত। একদিকে তাঁর দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ ও তাপসী পান্নুর আপকামিং ফিল্ম '‍জুড়বা-২'-র প্রচার, অন্যদিকে রয়েছে আরও নানান ব্যস্ততা। ‌

এই ‌যেমন, গত শনিবারই ফাল্গুনী পাঠকের ডান্ডিয়ার অনুষ্ঠানে নায়িকা জ্যাকলিন ও তাপসীকে নিয়ে উপস্থিত থাকতে হয়েছিল বরুণকে, তার উপর ওইদিনই ছিল আম্বানিদের পার্টি, সেটাও আবার মিস করা ‌যায় না। অগত্যা, পার্টিতে ‌যাওয়ার জন্য ডান্ডিয়া অনুষ্ঠানের পর জ্যাকলিনের গাড়িতেই পোশাক বদল করতে হয় বরুণকে। সু‌যোগ হাতছাড়া করেননি জ্যাকলিনও তিনি বরুণের সেই নগ্ন ছবি তুলে রাখেন, সেটাই ইন্টারনেটে ভাইরাল হয়ে ‌যায়।

দেখুন সেই ভিডিও...

এবার বীর বিক্রমে রাজা হলেন শাহিদ

English Title: 
OMG! Varun Dhawan caught shirtless in Jacqueline Fernandez's car
News Source: 
Home Title: 

জ্যাকলিনের গাড়িতে নগ্ন বরুণের ভিডিও ভাইরাল

জ্যাকলিনের গাড়িতে নগ্ন বরুণের ভিডিও ভাইরাল
Yes
Is Blog?: 
No