Rituporno Ghosh Birthday: জন্মদিনে 'প্রিয় ঋতু'কে খোলা চিঠি Prosenjit-র
আজ পরিচালক ঋতুপর্ণ ঘোষের ৫৮তম জন্মদিন।
![Rituporno Ghosh Birthday: জন্মদিনে 'প্রিয় ঋতু'কে খোলা চিঠি Prosenjit-র Rituporno Ghosh Birthday: জন্মদিনে 'প্রিয় ঋতু'কে খোলা চিঠি Prosenjit-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/31/342457-rituporno-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ৩১ অগাস্ট ঋতুপর্ণ ঘোষের (Rituporno Ghosh) জন্মদিন। বেঁচে থাকলে আজ মঙ্গলবার তাঁর বয়স হত ৫৮ বছর। ঋতুপর্ণ ঘোষের আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারেনি তাঁর কাছের মানুষ থেকে শুরু করে তাঁর আপামর ভক্তকুল। ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণ ঘোষের সবচেয়ে কাছের মানুষ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee)। তাঁদের বন্ধুতার কাহিনি সকলেরই জানা। ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়ার পর অনেক সাক্ষাৎকারেই প্রসেনজিৎ বলেছেন, প্রতিনিয়তই তাঁর অভাব অনুভব করেন অভিনেতা। বন্ধু কাছে নেই তাই জন্মদিনে সোশ্যাল মিডিয়াতেই তাঁর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রসেনজিৎ।
চিঠির শুরুতেই প্রিয় ঋতুর উদ্দেশ্যে অভিনেতা লিখেছেন, বন্ধু ঋতুর মতো তিনি ভালো লিখতে পারেন না। চিঠি লেখার অনাভ্যাসে যদি কিছু ভুল হয় তাহলে যেন ঋতু রাগ না করেন। আজ তাঁর জন্মদিনে একটু লেখার চেষ্টা করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, তাঁর জীবনে ঋতুপর্ণর অবদান কতটা তা কয়েকটা শব্দে বোঝানো সম্ভব নয়। সে কথা অবশ্য ঋতু বুঝবেন, সে কথা জানেন প্রসেনজিৎ। চিঠির শেষভাগে আজকের মেনুটাও জানতে চেয়েছেন। পরিচালকের পছন্দের আলু পোস্ত থাকছে তো! খোঁজ নিলেন স্ক্রিপ্ট লেখার কাজ কতদূর এগোল। তাঁর আগামী চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন তাঁর বুম্বা। সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের এই হৃদয় নিংড়ে লেখা খোলা চিঠি পড়ে মন ভারাক্রান্ত সিনেপ্রেমীদের।