Ranveer Singh : 'আমাদের জন্য আরও একবার নগ্ন হন', চিঠি পেলেন রণবীর

 PETA একটি চিঠির মাধ্যমে রণবীরের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে PETA। নিরামিষাশী হওয়ার প্রচার চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেতাকে। প্রস্তাবে লেখা হয়েছে, 'আশা রাখি, আপনি আরও একবার পেটা এবং পশুদের স্বার্থে প্যান্টটা শরীর থেকে আরও একবার সরিয়ে ফেলতে পারবেন। বলতে পারবেন 'অল দ্যা অ্যানিম্যাল হ্যাভ সেম পার্টস-ট্রাই ভেগান।' যা পশুদের জন্য সহানুভূতি গড়ে তুলতে সাহায্য করবেন।'

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 5, 2022, 02:17 PM IST
Ranveer Singh : 'আমাদের জন্য আরও একবার নগ্ন হন', চিঠি পেলেন রণবীর

Ranveer Singh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের নগ্ন হওয়ার প্রস্তাব পেলেন রণবীর সিং। তবে এবার নেহাতই শরীরি প্রদর্শন নয়, রয়েছে মহৎ উদ্দেশ্য। এবার পশুদের স্বার্থে অভিনেতাকে নগ্ন হওয়ার প্রস্তাব দিয়েছেন পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস বা PETA। একটি চিঠির মাধ্যমে রণবীরের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে PETA। নিরামিষাশী হওয়ার প্রচার চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেতাকে। প্রস্তাবে লেখা হয়েছে, 'আশা রাখি, আপনি আরও একবার পেটা এবং পশুদের স্বার্থে প্যান্টটা শরীর থেকে আরও একবার সরিয়ে ফেলতে পারবেন। বলতে পারবেন 'অল দ্যা অ্যানিম্যাল হ্যাভ সেম পার্টস-ট্রাই ভেগান।' যা পশুদের জন্য সহানুভূতি গড়ে তুলতে সাহায্য করবেন।'

 চিঠিতে রণবীরকে লেখা হয়েছে, পেটার সদস্যদের তরফে আপনাকে শুভেচ্ছা। এটা এই দেশে সবচেয়ে বড় টিম যা পশুদের স্বার্থে লড়াই করে। বর্তমানে আমাদের সদস্য এবং সমর্থকের সংখ্যা ২ মিলিয়নেরও বেশি। পেপার ম্যাগাজির জন্য করা আপনার ফটোশ্যুট আমাদের নজরে এসেছে, আশারাখি, আরও একবার আপনি নগ্ন হতে পারবেন। জানিয়ে লেখা হয়েছে, চিঠিতে পামেলা অ্যান্ডারসনের করা একই রকম ফটোশ্যুটের ছবি উদাহরণ হিসাবে রণবীরকে পাঠানো হয়েছে। চিঠিতে শর্মা, জোয়াকিন ফিনিক্স, কার্তিক আরিয়ান এবং নাতালি পোর্টম্যানের মতো তারকাদের কথা বলা হয়েছে যাঁরা কিনা নিরামিষ খাওয়ার জন্য প্রচার চালান। 

আরও পড়ুন-হিন্দি গানের আবদার শুনে বললেন ছাগল, বলদ! মেজাজ হারালেন নচিকেতা

আরও পড়ুন-ছোট্ট ছোট্ট জামা, জুতো, খেলনা, আরও কত কী! অনাগত সন্তানের অপেক্ষায় 'পরী'

শোনা যায়, রণবীরও নাকি সাম্প্রতিক কালে তাঁর একটি ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র প্রয়োজনে আমিষ খাওয়া বন্ধ করেছিলেন।এর আগে পেপার ম্যাগাজিনের জন্য রণবীরে ফটোশ্যুট নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। এমনকি রণবীরের বিরুদ্ধে অভিযোগ, এধরনের ফটোশ্যুট করে তিনি মহিলাদের নারীত্বকে ছোট করেছেন। নিজের নগ্ন ফটোশ্যুট প্রসঙ্গে প্রশ্ন করা বলে রণবীর সিং বলেছিলেন, 'ক্যামেরার সামনে পোশাক খোলাটা কী এমন ব্যাপার! অভিনয়ের প্রয়োজনে হাজার হাজার দর্শকদের সামনে আমি নিজের আত্মাকেও নগ্ন করে উপস্থিত করেছি। আর সেটাই আসল নগ্ন হওয়া। কাজের প্রয়োজনে আমি নগ্ন হতে রাজি। তবে সামনের মানুষজন অপ্রস্তুত হয়ে পড়বেন, সেটাই হল সমস্যা।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.