যে শহরে মালিকদের না জানিয়ে, ঘর ভাড়া নিয়ে লুকিয়ে দেদার চলছে পর্ন শ্যুটিং
পর্ন সিনেমার জন্য লোকেশনের অভাব। এদিকে পর্ন সিনেমার ব্যাপক চাহিদা। চাহিদার সঙ্গে জোগানকে পাল্লা দিতে দরকার শ্যুটিংয়ের জায়গার। কিন্তু স্বল্প বাজেটের পর্ন সিনেমার প্রযোজকদের ক্ষমতা নেই দামী হোটেলে শ্যুটিং করার, আর তাই লুকিয়ে শহরের বিভিন্ন বসতবাড়িতে চলছে পর্ন সিনেমার শ্যুটিং। মালিকদের একেবারেই বলা হচ্ছে না, যে আসলে নীল ছবির জন্যই তাদের ঘর ব্যবহার করা হচ্ছে।
![যে শহরে মালিকদের না জানিয়ে, ঘর ভাড়া নিয়ে লুকিয়ে দেদার চলছে পর্ন শ্যুটিং যে শহরে মালিকদের না জানিয়ে, ঘর ভাড়া নিয়ে লুকিয়ে দেদার চলছে পর্ন শ্যুটিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/29/50678-look.jpg)
ওয়েব ডেস্ক: পর্ন সিনেমার জন্য লোকেশনের অভাব। এদিকে পর্ন সিনেমার ব্যাপক চাহিদা। চাহিদার সঙ্গে জোগানকে পাল্লা দিতে দরকার শ্যুটিংয়ের জায়গার। কিন্তু স্বল্প বাজেটের পর্ন সিনেমার প্রযোজকদের ক্ষমতা নেই দামী হোটেলে শ্যুটিং করার, আর তাই লুকিয়ে শহরের বিভিন্ন বসতবাড়িতে চলছে পর্ন সিনেমার শ্যুটিং। মালিকদের একেবারেই বলা হচ্ছে না, যে আসলে নীল ছবির জন্যই তাদের ঘর ব্যবহার করা হচ্ছে।
ঘটনাটা ঘটছে ক্যালিফোর্নিয়ার শহরতলী অঞ্চলে। ঘরের মালিকরা বলছেন, পর্ন সিনেমার শ্যুটিং হবে জানলে তারা কোনওমতেই ঘরভাড়া দিতেন না। পর্ন প্রযোজকরা বলছেন, বাধ্য হয়েই তাদের এমন করতে হচ্ছে।