ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকের প্রেমে রণবীর! দেখতে চান প্রেম রতন ধন পায়ো
আজই রিলিজ হল বলিউড তারকা সলমন খানের বিগ বাজেট ফিল্ম প্রেম রতন ধন পায়ো। এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে সলমনের ফ্যান দুনিয়া। তবে প্রেম রতন ধন পায়ো নিয়ে অত্যুতসাহী 'চকলেট বয়'।
![ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকের প্রেমে রণবীর! দেখতে চান প্রেম রতন ধন পায়ো ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকের প্রেমে রণবীর! দেখতে চান প্রেম রতন ধন পায়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/12/44989-11prem.jpg)
ওয়েব ডেস্ক: আজই রিলিজ হল বলিউড তারকা সলমন খানের বিগ বাজেট ফিল্ম প্রেম রতন ধন পায়ো। এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে সলমনের ফ্যান দুনিয়া। তবে প্রেম রতন ধন পায়ো নিয়ে অত্যুতসাহী 'চকলেট বয়'।
সল্লু ভক্তদের থেকেও বেশি উৎসাহ কাপুর পরিবারের 'রাজপুত্র' রণবীরের। বলিউডের প্রেমের ইতিহাস ঘাটলে অবশ্য এই খবরে চমকে যেতে পারেন অনেকেই। 'ক্যাটকে ক্যাচ' করে সল্লু ভাইয়ের নজরে খুব একটা ভাল নজরে নেই রণবীর কাপুর। এর আগে কখনও রণবীরের মুখে সলমন বন্দনাও শোনা যায়নি। তাহলে হঠাৎ এত উৎসাহ? সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, প্রেম রতন ধ ন পায়ো দেখবেন? চকলেট বয়ের উত্তরে মুখ মিষ্টির মতই ব্যাপার হল। রণবীর বললেন, "এই সিনেমার মিউজিক অসাধারণ। আমি খুব উৎসাহী"।