কার সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়া, দেখুন সেই ছবি

নতুন ছবিতে দক্ষিণী কন্যার সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে রওশনকে। ‘ভাইরাল’ কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ফের হু হু করে ছড়িয়ে পড়ে।

Updated By: May 3, 2018, 11:12 AM IST
কার সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়া, দেখুন সেই ছবি

নিজস্ব প্রতিবেদন : ‘অরু আদার লাভ’-এর পর এবার ফের প্রকাশ্যে এল প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এবং রোশন আবদুল রউফের নতুন ছবি। যেখানে দক্ষিণী কন্যার সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে আবদুল রউফকে । ‘ভাইরাল’ কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ফের হু হু করে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : প্রকাশ্যে সোনামের বিয়ের কার্ড, দেখুন কাপুর বাড়ির শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবিতে গোলাপী শাড়িতে দেখা যাচ্ছে প্রিয়া প্রকাশকে। সেই সঙ্গে সাদা শার্ট পরে প্রিয়ার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রওশনকে। ‘অরু আদার লাভ’-এর পর থেকেই যে প্রিয়া প্রকাশের সঙ্গে রওশনের জুটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, তা ফের প্রকাশ্যে এল।

দেখুন সেই ছবি..

 

 

এদিকে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একজন রক্ষণশীল পরিবারের মেয়ে। বয়স বেশি না হওয়ায় প্রিয়া নাকি এখনও তাঁর মায়ের মোবাইল ফোন ব্যবহার করেন। শুধু তাই নয়, ইন্টারনেটে কিছু জানার হলে, মায়ের ফোন থেকেই তা দেখে নেন বলেও দাবি করেছেন প্রিয়া প্রকাশের বাবা। পাশপাশি প্রিয়ার ভিডিও যখন ভাইরাল হয়, তখন বন্ধুর মোবাইল থেকে তিনি প্রথম ওই ভিডিও দেখেছিলেন বলেও জানিয়েছেন প্রিয়ার বাবা।

.