ব্যক্তিগত জীবন প্রকাশ্যে, নিক-কে নিয়ে হঠাত এ কী বলে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া!

জোর জল্পনা শুরু হয়েছে

Updated By: Sep 25, 2019, 12:15 PM IST
ব্যক্তিগত জীবন প্রকাশ্যে, নিক-কে নিয়ে হঠাত এ কী বলে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া!

নিজস্ব প্রতিবেদন: সবে ২৭-এ পড়লেন নিক জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর চেয়ে বড় ১০ বছরের। তাতে কি? বয়সের যতই ফারাক থাক না কেন, একসঙ্গে চুটিয়ে সংসার করছেন নিক-প্রিয়াঙ্কা। এ বিষয়ে সম্প্রতি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নিককে বিয়ে করে তিনি খুশি। নিক যেন তাঁর বাবা অশোক চোপড়ার প্রতিচ্ছবি। শুধু তাই নয়, নিক যেভাবে তাঁকে সমর্থন করেন, তা নিয়েও তিনি বেশ খুশি বলেও জানান প্রিয়াঙ্কা।

আরও পড়ুন : ভারতের ইতিহাস জানেন না, রামায়ন নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় কটাক্ষ সোনাক্ষীকে

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে তাঁদের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। নিক-প্রিয়াঙ্কার বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে বসে তাঁদের রিসেপশন। নিক-প্রিয়াঙ্কার দিল্লির রিসেপশনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

.