নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় স্বামী নিক জোনাসের বয়স ভুল লিখলেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লের কাণ্ড কারখানায় সরগরম সোশ্যাল মিডিয়ায়। পিগি চপসের ভুল ধরিয়ে দিলেন নেটিজেনরাই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার, নিজের টাকিলা ব্র্যান্ডের ভিলা ওয়ান-এর উদ্বোধন করেন নিক। এদিন নিকের সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সেই অনুষ্ঠানেরই হাবি নিকের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে নিক জোনাসের বয়স ২৭ বলে উল্লেখ করেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও নিকের আসল বয়স ২৬। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁর জন্মদিন।


আরও পড়ুন-অতীন্দ্র মায়ের টাকা আত্মসাৎ করছেন, আর তিনি রানুর প্রথম পক্ষের মেয়ে, বিস্ফোরক রানুর মেয়ে স্বাতী



নিকের বয়স নিয়ে প্রিয়াঙ্কার ভুল শুধরে দিয়েছেন নেটিজেনরাই। মনে করিয়ে দিলেন নিকের বর্তমান বয়স ২৬।





এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল ম্যাক্সি ড্রেস ও নিকের পরনে ছিল জিন্স , টি-শার্ট ও জ্যাকেট। 


আরও পড়ুন- কেয়া নিয়ে সমস্যা, বন্ধ হয়ে গেল 'রাণী রাসমণি'র শ্যুটিং