গোটা গানেই চুমুর বৃষ্টি
একটা সময় ছিল যখন সিনেমায় একটুকরো 'দুষ্টুমি' দেখতে পেলেই চুলে হাওয়ার স্পর্শ হত, শরীরে খেলে যেত বিদ্যুৎ স্ফুলিঙ্গ। একটা দৃশ্যই বারবার দেখতে চাওয়ার ইচ্ছে মনে বারবার কড়া নাড়ত। সিনেমার বয়স বাড়তেই সাবলীল হওয়ার চেষ্টাও বাড়ল। গানে তালে আর প্রেমে গোটাটা হয়ে উঠতে শুরু করল এক একটা কাব্য। গানেও এল বিবর্তন। শুধু গান গাওয়াতেই থেমে নেই বর্তমান শিল্প-কল্প। গানের কথা ও সুরের সঙ্গে ভাবনার বহিঃপ্রকাশ টুকরো টুকরো ছবিতে। একটা সময় 'কাঁটা লাগা' মিউজিক অ্যালবাম বিল্পব এনে দেয় মিউজিক ভিডিও সিডিতে। যেটা আগে কম হত এখন সেটা অবশ্যিকতার জায়গা নিয়েছে।
ওয়েব ডেস্ক: একটা সময় ছিল যখন সিনেমায় একটুকরো 'দুষ্টুমি' দেখতে পেলেই চুলে হাওয়ার স্পর্শ হত, শরীরে খেলে যেত বিদ্যুৎ স্ফুলিঙ্গ। একটা দৃশ্যই বারবার দেখতে চাওয়ার ইচ্ছে মনে বারবার কড়া নাড়ত। সিনেমার বয়স বাড়তেই সাবলীল হওয়ার চেষ্টাও বাড়ল। গানে তালে আর প্রেমে গোটাটা হয়ে উঠতে শুরু করল এক একটা কাব্য। গানেও এল বিবর্তন। শুধু গান গাওয়াতেই থেমে নেই বর্তমান শিল্প-কল্প। গানের কথা ও সুরের সঙ্গে ভাবনার বহিঃপ্রকাশ টুকরো টুকরো ছবিতে। একটা সময় 'কাঁটা লাগা' মিউজিক অ্যালবাম বিল্পব এনে দেয় মিউজিক ভিডিও সিডিতে। যেটা আগে কম হত এখন সেটা অবশ্যিকতার জায়গা নিয়েছে।
ব্যাক গ্রাউন্ডে গান চলছে আর পর্দায় প্রেম। রোমাঞ্চ আর রোম্যান্স একে অপরকে জড়িয়ে ধরছে। বোঝা দায় গানের জন্য ভিডিও না ভিডিও করে তাতে গান দেওয়া হয়েছে। প্রথমটাই হয় সব থেকে বেশি। বিশেষ করে মিউজিক সিডির ক্ষেত্রে।
টি-সিরিজের নতুন কালেকশন। 'পেয়ার মাঙ্গা হে'। গানের কলি যেমন মন ছুঁয়ে যায় তেমনি শরীরে শিহরণ জাগিয়ে দেয় আলি ফজল এবং জারিন খানের ক্যামিস্ট্রি। গোটা ভিডিও জুড়ে এককথায় চুমু বৃষ্টি।
দেখুন ভিডিও-