তিন দিনেই পঞ্চাশ কোটি ছাপিয়ে গেল রেস টু
সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া এলেও বক্সঅফিসে হিট জন-সইফ জুটি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্সঅফিসে ৫১ কোটি টাকার ব্যবসা করেছে রেস টু।
সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া এলেও বক্সঅফিসে হিট জন-সইফ জুটি। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্সঅফিসে ৫১ কোটি টাকার ব্যবসা করেছে রেস টু।
জিনিউজ.কমকে জন জানিয়েছেন, "শুক্রবার ১৫.১২ কোটি টাকার ব্যবসা করেছে রেস টু। শনিবারের আয়ের পরিমান ছিল ২০.৭২। রবিবরাও রেস টু-র ব্যবসার অঙ্ক ছিল প্রায় ১৫ কোটির টাকার কাছাকাছি"। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ১০০ কোটির শিবিরে জায়গা করে নেবে বছরের প্রথম তারকাখচিত ছবি।
জন অ্যাব্রাহাম ও সইফ আলি খান ছাড়াও রেস টুতে রয়েছেন দীপিকা পাডুকোন, জাকলিন ফার্নান্ডেজ, অনিল কপুর ও আমিশ পটেল।