নিজস্ব প্রতিবেদন : যতই সেলিব্রিটি হোন না কেন, বিয়ের দিনে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছিলেন এক্কেবারেই চিরাচরিত বাঙালি কন্যে। সমস্ত রীতিনীতি, বাঙালি ঐতিহ্য মেনেই রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। বাওয়ালি রাজবাড়িতে বিয়ে, বৌভাত এবং  রিসেপশন সবই হয়েছে নিয়ম মেনে। বিয়ের পর ৮ দিন কেটেও গেছে। তাই এবার রাজকে নিয়ে হোমটাউন বর্ধমানের বাড়িতে অষ্টমঙ্গলায় হাজির হয়েছেন শুভশ্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়ম মেনে হল রাজ-শুভশ্রীর অষ্টমঙ্গলার সমস্ত অনুষ্ঠান। শুক্রবার, শুভশ্রীর পরিবারের সকলের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গেল রাজকে। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই এদিন শুভশ্রীর বাড়িতে ঢোকেন রাজ। মাঝ রাস্তায় এদিন ভালোবেশে শুভশ্রীকে সকলের সামনেই কোলেও তুলে নেন রাজ। লজ্জায় লাল হয়ে যান শুভশ্রীও। 


অষ্টমঙ্গলার দিন নিজের হাতে রাজের জোড় খুলে দিতে দেখা যায় শুভশ্রীকে। সূত্রের খবর বর্ধমানের বাড়িতে অষ্টমঙ্গলার ভুরিভোজের মেনুতে ছিল ২৭ রকমের পদ। বর্ধমানেরই নামী ক্যটারার সংস্থাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়। মেনুতে ছিল চিকেনের নানান পদ, মটনের তিনরকম পদ, গলদা চিংড়ির স্পেশাল পদ, ভেটকি মাছের ফ্রাই সহ আরও অনেক কিছুই...


আরও পড়ুন-বিকিনি অবতারে হাজির সোনম, করিনা, স্বরা ও শিখা