বিগ বস-অনুষ্ঠানকে অশালীন ও অশ্লীল বলে সমালোচনা রাজ্যসভায়

Updated By: Dec 9, 2014, 05:08 PM IST
বিগ বস-অনুষ্ঠানকে অশালীন ও অশ্লীল বলে সমালোচনা রাজ্যসভায়

 

ওয়েব ডেস্ক: বিগ বস নিয়ে কার্যত উত্তাল রাজ্যসভা। রাজ্যসভার বেশ কয়েকজন সদস্য বিগ বস-কে কার্যত তুলোধোনা করলেন। এই রিয়েলিটি শোকে অশ্লীল ও অশালীন বলে অবহিত করেন রাজ্যসভার সদস্যরা।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জানান, এখনও পর্যন্ত এই অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি জানিয়ে কেউ সরকারীভাবে অভিযোগ জানাননি। অনুষ্ঠান চলাকালীন একটি ফোন নম্বর দেখানো হয়, সেই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে রাজ্যবর্ধন সিং জানান, কোনও অনুষ্ঠান যদি আচরণবিধি ভাঙে তাহলে ব্যবস্থা নেওয়া হয়। তবে কোনও দর্শক অভিযোগ জানালেই ব্যবস্থা তা বন্ধ করা যায় না, মন্ত্রকের নিজস্ব একটি নজরদারি মন্ত্রক আছে। তারা অভিযোগ খতিয়ে দেখার পরই ব্যবস্থা নেওয়া হয়। ৪০ হাজার অভিযোগের মধ্যে দেড় হাজারটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও রাজ্যবর্ধন জানান।

সমাজবাদী পার্টির সাংসদ বিশ্বাম্বর প্রসাদ নিস্বাদ ও কংগ্রেসের করণ সিং বলেন, বেশ কিছু শো'তে মেয়েদের খাটো পোশাকে ও পোকামাকড় খাওয়া দেখানো হয় যা দেশের সংস্কৃতি বিরোধী।

.