ভাইয়ের বান্ধবীকে দিদির উপহার, রণবীর-আলিয়ার বিয়ের বাজনা কি বাজল?

আলিয়াকে রণবীরের দিদি রিদ্ধিমা কাপুর কি পাঠালেন জানেন?

Updated By: Jun 1, 2018, 01:36 PM IST
ভাইয়ের বান্ধবীকে দিদির উপহার, রণবীর-আলিয়ার বিয়ের বাজনা কি বাজল?

নিজস্ব প্রতিবেদন : রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক এখন অফিসিয়াল। আর ঢাক গুড়গুড় নয়, এবার প্রকাশ্যেই নিজেদের নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রণবীর, আলিয়া দু’জনেই। পাশাপাশি রণবীর, আলিয়ার সম্পর্ক নিয়ে কাপুররাও বেশ উচ্ছ্বসিত। আর সেই কারণেই কখনও হৃষি কাপুর আবার কখনও নিতু কাপুর বেশ উচ্ছ্বসিত। আর এবার আলিয়াকে রণবীরের দিদি রিদ্ধিমা কাপুর কি পাঠালেন জানেন?

আরও পড়ুন : ভারতীর মা কী করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে, বিস্ফোরক 'কমেডি কুইন'

সম্প্রতি আলিয়া ভাটের জন্য একটি উপহার পাঠান রণবীরের দিদি রিদ্ধিমা। আলিয়ার জন্য তিনি একটি সুন্দর ব্রেসলেট পাঠান। আর সেই ছবি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতেই ভাইরাল হয়ে যায়। রিদ্ধিমার কাছ থেকে ব্রেসলেট পেয়ে খুশি হয়ে যান আলিয়াও।

আরও পড়ুন : রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক, কী বললেন দীপিকা

দেখুন সেই ছবি..

এদিকে রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কের কথা নাকি আগে থেকেই জানতেন দীপিকা। টেলিভিশনের ‘পদ্মাবতী’-র কথায়, তাঁর সঙ্গে রণবীর কাপুরের ব্রেকআপ হয়ে গেলেও, তাঁরা ভাল বন্ধু। আর সেই কারণেই রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্কের কথা তিনি আগে থেকেই জানতেন বলেও জানিয়েছেন দীপিকা।

.