অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে রণবীর, ঝড় সোশ্যাল মিডিয়ায়

রণবীর কাপুর। বলিউডের এমন এক নাম, যা সবসময় কোনও না কোনও কারণে শিরোনামে থেকেছে। 'চকোলেট হিরো' ইমেজের রণবীর কাপুর একাধিকবার গসিপের 'হট কেক' থেকেছেন কেবল তাঁর 'লভ লাইফ' নিয়েই। কখনও দীপিকা, কখনও ক্যাটরিনা, প্রেমের ভাঙা গড়ার খেলায় রণবীরকে নিয়ে টানাটানা তো কম হয়নি! তবে বিজ্ঞাপন নিয়ে এই প্রথম চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর। একটি অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার ওই বিজ্ঞাপনে এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে। আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া জুড়ে চলছে গল্প দাদুর আসর। 'উফফ', 'আহা' তো হচ্ছেই, নারী মহলে রণবীরের এই অবতার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে হৈ চৈ-ও। এই বিজ্ঞাপনের ঝলক মনে ধরেছে অনেক পুরুষেরও। দেখে নিন অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেলের সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ঝলক। 

Updated By: May 16, 2017, 08:46 PM IST
অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে রণবীর, ঝড় সোশ্যাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক: রণবীর কাপুর। বলিউডের এমন এক নাম, যা সবসময় কোনও না কোনও কারণে শিরোনামে থেকেছে। 'চকোলেট হিরো' ইমেজের রণবীর কাপুর একাধিকবার গসিপের 'হট কেক' থেকেছেন কেবল তাঁর 'লভ লাইফ' নিয়েই। কখনও দীপিকা, কখনও ক্যাটরিনা, প্রেমের ভাঙা গড়ার খেলায় রণবীরকে নিয়ে টানাটানা তো কম হয়নি! তবে বিজ্ঞাপন নিয়ে এই প্রথম চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর। একটি অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার ওই বিজ্ঞাপনে এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে। আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া জুড়ে চলছে গল্প দাদুর আসর। 'উফফ', 'আহা' তো হচ্ছেই, নারী মহলে রণবীরের এই অবতার নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে হৈ চৈ-ও। এই বিজ্ঞাপনের ঝলক মনে ধরেছে অনেক পুরুষেরও। দেখে নিন অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেলের সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ঝলক। 

 

.