কাল বিরাট মাঠে নামার আগেই বম্বে ভেলভেট নিয়ে আসছেন অনুষ্কা

রাত পোহালেই কাল ভারত-বাংলাদেশ দ্বৈরথ। কাজেই দেশবাসীর ঘুম ভাঙবে সকাল সকাল। আর ঘুম ভাঙলেই রিমোট হাতে স্টার স্পোর্টসের সামনে। সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই সুযোগই কাজে লাগালেন রনবীর কপূর। ম্যাচ শুরুর আগেই নিজের আগামী ছবি বম্বে ভেলভেটের ট্রেলর লঞ্চ করছেন রনবীর।

Updated By: Mar 18, 2015, 11:36 PM IST
কাল বিরাট মাঠে নামার আগেই বম্বে ভেলভেট নিয়ে আসছেন অনুষ্কা

ওয়েব ডেস্ক: রাত পোহালেই কাল ভারত-বাংলাদেশ দ্বৈরথ। কাজেই দেশবাসীর ঘুম ভাঙবে সকাল সকাল। আর ঘুম ভাঙলেই রিমোট হাতে স্টার স্পোর্টসের সামনে। সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই সুযোগই কাজে লাগালেন রনবীর কপূর। ম্যাচ শুরুর আগেই নিজের আগামী ছবি বম্বে ভেলভেটের ট্রেলর লঞ্চ করছেন রনবীর।

সকাল ৮টায় স্টার স্পোর্টসে বম্বে ভেলভেট ছবির ট্রেলর লঞ্চ করবেন রনবীর। ছবিতে রনবীর, অনুষ্কা, করণের ফার্স্ট লুক এর মধ্যেই হিট। জ্যাজ গায়িকার লুকে অনুষ্কার অস্বাভাবিক 'পাউট' বিতর্ক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ষাটের দশকে বম্বের প্রেক্ষাপটে তৈরি বম্বে ভেলভেট পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। ছবিতে একেবারেই নতুন চেহারায় দেখা যাবে রনবীরকে। তার ফার্স্ট লুকের কালো লেদার জ্যাকেট এরমধ্যেই নতুন স্টাইল স্টেটমেন্ট। ভিলেনের চরিত্রে রয়েছেন করণ। রয়েছেন রবিনা টন্ডনও।

 

 

.