ক্যাটরিনা আউট, রণবীরের এখন নতুন প্রেমিকা!

বেশকিছু দিন আগেই ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীর কাপুরের। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আর এক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়েছেন নাকি রণবীর!তাঁর নতুন প্রেমিকা হিসেবে যে অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি আর কেউ নন, শ্রুতি হাসান। কমল হাসানের সুন্দরী কন্যাই নাকি রণবীরের নতুন প্রেমিকা!

Updated By: Sep 25, 2016, 11:12 PM IST
ক্যাটরিনা আউট, রণবীরের এখন নতুন প্রেমিকা!

ওয়েব ডেস্ক: বেশকিছু দিন আগেই ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীর কাপুরের। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আর এক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়েছেন নাকি রণবীর!তাঁর নতুন প্রেমিকা হিসেবে যে অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, তিনি আর কেউ নন, শ্রুতি হাসান। কমল হাসানের সুন্দরী কন্যাই নাকি রণবীরের নতুন প্রেমিকা!

আরও পড়ুন জন্ম থেকে নায়ক, মৃত্যুর আগেই খলনায়ক, এখন

শ্রুতির সঙ্গে কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য দেখা হয়েছিল রণবীরের। রণবীর আর শ্রুতি নাকি প্রথম থেকেই বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা-কথাবার্তা চালাচ্ছিলেন। তারপর দু'জনে একটি রেস্তোরায় ডিনারও করতে যান। যেভাবে কথাবার্তা বলছিলেন দু'জন, তাতে বোঝাই যাচ্ছিল, একে অন্যের সান্নিধ্য বেশ উপভোগ করছেন। ফলে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, তবে কি শ্রুতিই রণবীরের পরবর্তী প্রেমিকা?

আরও পড়ুন  ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কাজল এ কী করলেন!

.