ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর কেমন আছেন? জানালেন দাদা রণধীর কাপুর
সম্প্রতি নববর্ষের ছবি পোস্ট করার পর ছবির নিচে স্ত্রী নীতু সিং কাপুরের ক্যাপশান থেকেই অনেকেই একপ্রকাশ নিশ্চিত হয়ে যান, যে অভিনেতা ঋষি কাপুর ক্যান্সারের আক্রান্ত।
নিজস্ব প্রতিবেদন: ঋষি কাপুর ক্য়ান্সারে আক্রান্ত, এনিয়ে জল্পনা চললেও কোনওভাবে বিষয়টি প্রকাশ্যে আনেনি কাপুর পরিবার। তবে মা, কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর খবরের পরও যখন ঋষি কাপুর দেশে ফিরতে পারেননি, তখন থেকেই খবর ছড়ায় অভিনেতা ক্যান্সারে আক্রান্ত, সেকারণেই চিকিৎসার জন্য তিনি আমেরিকা গিয়েছেন এবং সেই থেকে এখনও পর্যন্ত সেখানেই রয়েছেন। যদিও এই বিষয়টি অস্বীকার করেছিল কাপুর পরিবারে। সম্প্রতি নববর্ষের ছবি পোস্ট করার পর ছবির নিচে স্ত্রী নীতু সিং কাপুরের ক্যাপশান থেকেই অনেকেই একপ্রকাশ নিশ্চিত হয়ে যান, যে অভিনেতা ঋষি কাপুর ক্যান্সারের আক্রান্ত। নীতু সিং লিখেছিলেন ''Happy 2019.no resolutions only wishes this year !!! Less pollution traffic!! Hope in future cancer is only a zodiac sign !!! No hatred less poverty loads of love togetherness happiness n most imp. Good health ''
নীতুর এই পোস্ট থেকেই বহু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ঋষি কাপুরের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরটি সত্যি। এবিষয়ে ঋষি কাপুরের বড় দাদা রণধীর কাপুর 'হিন্দুস্থান টাইমস'-এর তরফে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, '' ঋষি ক্যান্সারের কোন পর্যায়ে আছে তা আমি ঠিক বলতে পারব না। তবে এটুকু বলতে পারি ও ভালো আছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। লোকে যা বলছে বলতে দিন, ঋষি যে ভালো আছে, তা ছবি থেকেই বোঝা যাচ্ছে। আপনারা ও আমি সবাই সেটা দেখতে পাচ্ছি, ও খাবারদাবার খাচ্ছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। খুব শীঘ্রই ও দেশে ফিরে আসবে, আমরাও সেই অপেক্ষাতেই আছি।''
যদিও প্রথমদিকে ভাই ঋষি কাপুরের ক্যান্সার হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রণধীর কাপুর নিজেই। এবার নীতু সিংয়ের পোস্টের পর তিনি কার্যত খবরের সত্যতা স্বীকার করে নিলেনই বলা যায়।