'স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়ে নিলে কত সমস্যার সমাধান হয়ে যায়', কী বললেন অনুরাগ কাশ্যপ

রঙ্গোলি চোটে যান অনুরাগ কাশ্যপের উপর 

Edited By: জয়িতা বসু | Updated By: Feb 27, 2020, 10:59 AM IST
'স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়ে নিলে কত সমস্যার সমাধান হয়ে যায়', কী বললেন অনুরাগ কাশ্যপ

নিজস্ব প্রতিবেদন: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুরাগকে কড়া ভাষায় আক্রমণ করেন রঙ্গোলি।
তিনি বলেন, নিম্নমানের নাটক করছেন অনুরাগ। (Home Minister) স্বরাষ্টরমন্ত্রী অমিত শাহ কেন ক্ষমা চাইতে যাবেন? এরপরই 'যান এখান থেকে' বলে অনুরাগকে আক্রমণ করেন কঙ্গনার দিদি।

সম্প্রতি তপসি পান্নুর সিনেমা থাপ্পড়-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন অনুরাগ কাশ্যপ। সিনেমা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দিল্লির হিংসা নিয়ে প্রশ্ন করা হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালককে।

আরও পড়ুন : সাধারণ মানুষকে তাতাচ্ছেন স্বরা ভাস্কর? অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে সরগরম ট্যুইটার 
যার উত্তরে অনুরাগ কাশ্যপ বলেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে, যদি স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়ে নেন। 
(Anurag Kashyap) অনুরাগ কাশ্যপের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয়ে যায় জোর শোরগোল। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গে অনুরাগকে একহাত নেন  (Rangoli Chandel) রঙ্গোলি চান্দেল।

আরও পড়ুন : অনুমতি ছাড়া জোর করে চুম্বন, কমল হাসানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রেখার
তবে এই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুরাগ কাশ্যপ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের উপর হামলার পরও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুরাগ। সবকিছু মিলিয়ে এবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ থেকে শুরু করে দিল্লিতে বিক্ষোভ, সবকিছু নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে খবরের শিরোনামে উঠে আসছেন অনুরাগ কাশ্যপ।

.