ফুটল বিয়ের ফুল, ইটালিতে সাত পাকে রানি-আদিত্য

অবশেষে হল সেই বিয়ে। যেই বিয়ের জন্য বহুদিন অপেক্ষায় ছিল গোটা দেশ। চার হাত এক হল রানি মুখার্জি, আদিত্য চোপড়ার।

Updated By: Apr 22, 2014, 11:18 AM IST

অবশেষে হল সেই বিয়ে। যেই বিয়ের জন্য বহুদিন অপেক্ষায় ছিল গোটা দেশ। চার হাত এক হল রানি মুখার্জি, আদিত্য চোপড়ার।

গতকাল রাতে ইটালিতে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে, গোপনীয়তার সঙ্গে সাতা পাকে বাঁধা পড়েছেন তাঁরা। শোনা যাচ্ছে মুম্বইতে ফিরে হবে বিয়ের রিসেপশন। সেখানেই আমন্ত্রণ জানানো হবে গোটা বলিউডকে। সংবাদংমাধ্যমের থেকে দূরে থাকতেই বিদেশে কার হল বিয়ের অনুষ্ঠান।

গত বছর থেকেই শোনা যাচ্ছিল এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। মনে করা হচ্ছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন হতে চলেছে বিয়ে। অবশেষে এপ্রিলে ফুটল বিয়ের ফুল।

এর আগে বহুবার এসেছে রানি, আদিত্যর বিয়ের খবর। কিন্তু প্রতিবারই সেই খবর ভুয়ো প্রমাণিত হয়েছে। কেমন হবে বহু প্রতীক্ষিত এই বিয়ে? তা নিয়েও ছিল বহু জল্পনা। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে এল সেই দিন। বিয়ে করলেন রানি-আদিত্য।

.