Rani Mukerji: ‘প্রেগন্যান্সির ৫ মাসে সন্তানকে হারাই...’ ব্যক্তিগত শোক শেয়ার করলেন রানি...

Rani Mukerji: ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যায় না রানি মুখোপাধ্যায়কে। তবে এবার একটি ব্যক্তিগত শোকের কথা শেয়ার করলেন অভিনেত্রী। ৫ মাসের মাথায় গর্ভেই মৃত্যু হয় অভিনেত্রীর অনাগত সন্তানের। সেই কথায় শেয়ার করলেন নায়িকা।

Updated By: Aug 11, 2023, 03:06 PM IST
Rani Mukerji: ‘প্রেগন্যান্সির ৫ মাসে সন্তানকে হারাই...’ ব্যক্তিগত শোক শেয়ার করলেন রানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গর্ভস্থ অবস্থায় অনাগত পাঁচ মাসের সন্তানকে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়(Rani Mukerji)। ২০২০ সালে করোনার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। ৫ মাসের মাথায় গর্ভেই মৃত্যু হয় অনাগত সন্তানের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তাঁর কাছে এসেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’(Mrs Chatterjee Vs Norway) ছবির প্রস্তাব। ব্যক্তিগত শোক কোথায় মিশে গিয়েছিল ছবির গল্পের সঙ্গে। তাহলে ছবি রিলিজের আগে কেন সেই গল্প শেয়ার করেননি রানি, তাও জানালেন অভিনেত্রী। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে এই বিষয়ে মুখ খোলেন রানি।

আরও পড়ুন- Shah Rukh Khan: ‘তোমাকে দেখে কি ডাঙ্কিও মনে হয়?’ ফ্যানের সঙ্গে খুনসুটি শাহরুখের...

ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান অভিনেত্রী। তাঁর মেয়ে আদিরাকেও জনসমক্ষে বিশেষ দেখা যায় না। স্বামী সন্তান দুজনেই থাকেন ক্যামেরার পিছনে। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। রানি বলেন, ‘প্রথমবার এই বিষয়ে আমি কথা বলছি। বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন। এমনকী ছবির প্রচারকে চটকদার বানাতে অনেকেই ব্যক্তিগত কথা বলে সেই ছবির প্রচার বাড়াতে চান।’

রানি বলেন, ‘আমি ছবির প্রচারের সময় আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে চাইনি। কারণ যাতে কারোর মনে না হয় যে ছবির প্রচার করতে ব্যক্তিগত শোককে আমি জনসমক্ষে তুলে ধরছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘২০২০ সালে যখন সারাদেশে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছিল তখন আমি দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হই। কিন্তু ২০২০-র শেষে পাঁচ মাস মাসের প্রেগন্যান্সির মাথায় আমি আমার অনাগত দ্বিতীয় সন্তানকে হারাই। আমার মিসক্যারেজ হয়ে যায়।’

আরও পড়ুন- Iman-Shovan: বিচ্ছেদের পর ফের একমঞ্চে ইমন-শোভন, নেপথ্যে যীশু...

অভিনেত্রী আরও বলেন, ‘আমার সন্তানকে হারানোর ১০ দিন পরেই পরিচালক নিখিল আডবানী আমাকে ফোন করেছিল। তখন ও আমাকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির গল্পটা শোনায়। আমি বলছি না যে সন্তানের ইমোশন ফুটিয়ে তোলার জন্য সন্তানকে হারানো দরকার তবে মাঝে মাঝে সঠিক সময়ে একেকটা ছবি এসে যায়, যেখানে ব্যক্তিগতভাবে তুমি খুবই কানেক্ট করতে পারবে। যখন আমি এই গল্পটা শুনি, আমি বিশ্বাস করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে নরওয়ের মতো একটা দেশে কোনও মহিলার সঙ্গে এরকম কিছু ঘটতে পারে!’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.