''স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসে কীভাবে?'' প্রশ্ন তুললেন রবিনা ট্যান্ডন

 রবিনা ট্যান্ডনের দাবি, স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসতে পারে না।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 25, 2020, 10:23 PM IST
''স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসে কীভাবে?'' প্রশ্ন তুললেন রবিনা ট্যান্ডন

নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় উঠে আসছে একের পর এক বলিউড অভিনেত্রীর নাম। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠাচ্ছে NCB। তবে মাদক সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনকেই একহাত নিলেন রবিনা ট্যান্ডন। তাঁর দাবি, স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসতে পারে না।

রবিনার মতে, ''মাদক নিয়ে শুধু সেলিব্রিটিদেরই সফট টার্গেট করা হচ্ছে। মাদকবিরোধী যুদ্ধ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সারা দেশে হওয়া উচিত।'' গত সপ্তাহেই একটি টুইটে রবিনা লিখেছিলেন, ''সবকিছু পরিষ্কার করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে। এখান থেকে শুরু হয়েছে, তবে সর্বত্রই এটা হওয়া উচিত। গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। যাঁরা ব্যবহার করছে এবং যাঁরা যোগান দিচ্ছে, উভয়পক্ষেরই শাস্তি হওয়া উচিত। এর পিছনে কোনও বড় ব্যক্তি আছে যাঁরা মানুষকে ধ্বংস করে দিতে চায়।''

গত সপ্তাহের এই টুইটের পরিপ্রেক্ষিতে রবিনা শুক্রবার লেখেন, ''এর পিছনে বড় কারোর কথা টুইটে বলেছিলাম। স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসতে পারে না। আর এই বড় মানুষগুলি প্রশ্ন এড়িয়ে সাঁতার কেটে বের হয়ে যাচ্ছে। এই যাত্রা যেন যোগানদারদের পর্যন্ত পৌঁছয়। প্রশাসন কি তাঁদের খুঁজে বের করতে পারবে? সেলিব্রিটিদের নিশানা করা তো সহজ।''

আরও পড়ুন-মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডিমিন ছিলেন দীপিকা, NCB-কে জানালেন ম্যানেজার

আরও একটি টুইটে রবিনা লেখেন, ''মাদকের যোগানদাররা কলেজ, স্কুল, রেস্তোরাঁ, পাব, সর্বত্র ড্রাগ সিন্ডিকেট রাখে। ক্ষমতাশালীদের অনুমতি নিয়ে, ঘুষের বদলে এগুলো হয়। তরুণদের জীবন শেষ করে দেওয়া হয়। এটি গোড়া থেকে নির্মূল করা হোক। এখানে থামলে হবে না। গোটা দেশে মাদক বিরোধী অভিযান চালাতে হবে।''

প্রসঙ্গত, মাদক মামলায় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুরদের নাম উঠে এসেছে। শুক্রবার রকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদ করে NCB। শনিবার দীপিকা, সারা, শ্রদ্ধা এবং রকুলপ্রীতকে আরও একবার জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো পড়ুন-রিয়ার সঙ্গে মাদক নিয়ে কথাবার্তার কথা NCB-র কাছে স্বীকার করলেন রকুলপ্রীত সিং

.