Richa Chadha, Ali Fazal Wedding: সংগীতে চমক থেকে তিন ভেন্যুতে রিসেপশন! বিয়ের তোড়জোড় শুরু আলি-রিচার
একেবারে বিগ ফ্যাট ওয়েডিংয়ের কথাই ভেবেছেন আলি-রিচা। মুম্বই এবং দিল্লিতে কাছের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজন নিয়ে রিসেপশন সারবেন তাঁরা। মুম্বইতেই আরেক দফায় গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন তাঁরা। মনে করা হচ্ছে প্রায় ৩৫০-৪০০ জন আমন্ত্রিত থাকবেন ওই দিন।
শুভপম সাহা
|
Updated By: Aug 12, 2022, 03:34 PM IST

কেরিয়ারের নতুন ইনিংস শুরু করছেন আলি-রিচা