সলমনের বডিগার্ড শেরাকে গ্রেফতার
সলমন খানের অতি পছন্দের বডিগার্ড শেরাকে গ্রেফতার করল পুলিস। পাবেদীর্ঘ ১৮ বছর ধরে সলমনের বডিগার্ড হিসেবে কাজ করা শেরার বিরুদ্ধে অভিযোগ সে এক ব্যক্তিকে মারধর করার পর গুলি করে খুনের হুমকি দিয়েছে। ভোর রাতে পাবে এক ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয় শেরার। শেরার মারের পর সেই ব্যক্তির হাড় ভেঙে গিয়েছে।
![সলমনের বডিগার্ড শেরাকে গ্রেফতার সলমনের বডিগার্ড শেরাকে গ্রেফতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/26/68953-sre.jpg)
ওয়েব ডেস্ক: সলমন খানের অতি পছন্দের বডিগার্ড শেরাকে গ্রেফতার করল পুলিস। পাবেদীর্ঘ ১৮ বছর ধরে সলমনের বডিগার্ড হিসেবে কাজ করা শেরার বিরুদ্ধে অভিযোগ সে এক ব্যক্তিকে মারধর করার পর গুলি করে খুনের হুমকি দিয়েছে। ভোর রাতে পাবে এক ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয় শেরার। শেরার মারের পর সেই ব্যক্তির হাড় ভেঙে গিয়েছে।
আরও পড়ুন- যে সব দেশে ধর্ষণ সবচেয়ে বেশি হয়
ডিএন নগর পুলিস স্টেশনে অভিযোগ জমা পড়ার পর ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ও ৩২৩ ধারায় শেরার বিরুদ্ধে কেস দায়ের হয়েছে।
পুলিস জানায় রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। শেরাকে সলমন এতটাই ভালবাসেন যে 'বডিগার্ড' সিনেমাটি সল্লু তাঁকেই উত্সর্গ করেছিলেন। এমনকী শেরার বেশ কিছু আদপকায়দা তিনি 'বডিগার্ড' সিনেমায় নকল করেছিলেন বলেও সলমন বলেছিলেন।