অপশন নেই, বিয়ে করতেই হবে:সলমন
Updated By: Feb 12, 2016, 01:52 PM IST
![অপশন নেই, বিয়ে করতেই হবে:সলমন অপশন নেই, বিয়ে করতেই হবে:সলমন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/12/49496-9salman.jpg)
ওয়েব ডেস্ক: বলিউডের দাবাং খান এবার কি সত্যিই বিয়ে করতে চলেছেন? সলমনের ইঙ্গিত তো তেমনটাই। "প্রথমে আমি ভাবতাম, আমার বিয়ের বয়স হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি বিয়ের বয়স পেরিয়ে এসেছি। আমি খুশি...এবার বিয়েটা হবে। বোন অর্পিতার বিয়েও হয়ে গেছে, এবার আমার পালা। আমার কাছে আর কোনও অপশন নেই"।
'রবিন হুড' পান্ডের প্রেমের ইতিহাস বেশ বর্ণময়। কখনও ঐশ্বর্য রায় কখনও ক্যাটরিনা, বলিউডের হার্ট থ্রবদের সঙ্গে সলমনের প্রেমের ভাঙা গড়া যেন সর্ব সময়ের সঙ্গী। কিন্তু এবার আর সম্পর্ক ভাঙা নয়, গড়ার পালা। সলমনের মন বিয়ে বিয়ে করছে! পাত্রী কে? লুলিয়া ভান্তুর।