নিজস্ব প্রতিবেদন: হৃতিক রোশনের তোতলামির সমস্যার কথা কারওরই অজানা নয়। জন্ম থেকেই নাকি তাঁর এধরনের সমস্যা। এখন অবশ্য তিনি অনেকটাই সেটা কাটিয়ে উঠেছেন। তবে এই একই সমস্যা ছিল অভিনেত্রী সমীরা রেড্ডিরও। তিনিও নাকি তোতলাতেন। তবে তাঁকে এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করছেন হৃত্বিকই। সম্প্রতি সেকথাই খোলসা করেছেন সমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক অনুষ্ঠানে সমীরা বলেন, "তোতলামির জন্য কারোর সামনে কথা বলতে ইতস্তত করতাম। কোথাও অডিশনের জন্য যেতেও ভয় করতো। ভাবতাম এই সমস্যার জন্য  আমাকে বাতিল করে দেওয়া হবে। তবে আমার এই সমস্যাটা হৃত্বিক খেয়াল করেছিলেন। ওই আমায় একটা বই দেয়। এরপরই আমার জীবন বদলে যায়। আমি আমার ভয় কাটিয়ে উঠি। কথা বলার সময় পরিবর্তনটাও খেয়াল করি। এছাড়া আমি যোগাযোগও করি একজন বিশেষজ্ঞের সঙ্গে। হৃতিকের এই সাহায্য কোনওদিনও ভুলতে পারব না। সেই বইটা এখনও আমার কাছে রয়েছে।"


আরও পড়ুন-কোলে সদ্যোজাত, ছবি পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক



আরও পড়ুন-বোদরুমে ঘটা করে আয়োজিত 'সঙ্গীত'-এর সমস্ত ছবি প্রকাশ্যে আনলেন নুসরত


বেশকিছুদিন আগে তাঁর তোতলামির সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন হৃত্বিক নিজেও। তাঁর কথায়, "সবকিছু স্বাভাবিক মনে হয় যতক্ষণ না আপনি মুখ খুলছেন। হঠাৎ করেই কথা আটকে যায়, কিন্তু কারণটা আপনি জানেন না। আপনি বুঝতে পারেন সবাই আপনার দিকেই তাকিয়ে রয়েছে। এটা খুবই ভয়ঙ্কর অনুভূতি।"


সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর এই সমস্যা কাটানোর জন্য তিনি প্রতিদিন অনুশীলন করতেন। এখনও অন্তত এক ঘণ্টা তিনি অনুশীলন করেন বলে জানান হৃতিক। অভিনয় জগতে আসার পরও প্রায় ২০১২ সাল পর্যন্ত তাঁর এই সমস্যা খুববেশি ছিল বলেও জানান তিনি।