প্রেমে হাবুডুবু? কার্তিক আরিয়ানের নাম জপতে শুরু করেছেন সইফ কন্যা!
দুর্বলতার কথা প্রকাশ করেছেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান।
![প্রেমে হাবুডুবু? কার্তিক আরিয়ানের নাম জপতে শুরু করেছেন সইফ কন্যা! প্রেমে হাবুডুবু? কার্তিক আরিয়ানের নাম জপতে শুরু করেছেন সইফ কন্যা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/04/167301-article-l-20191211531142791000.jpg)
আনিজস্ব প্রতিবেদন: 'কফি উইথ করণ' শোয়ে বাবা সইফ আলি খানের সঙ্গে এসে সোজাসাপটা বলে বসেছিলেন রণবীর কাপুরকে বিয়ে করতে চান, আর কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট। তারপর থেকে বহুবার কার্তিকের প্রতি তাঁর দুর্বলতার কথা প্রকাশ করেছেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান।
তবে 'সোনু কে টিটু কী সুইটি' খ্যাত অভিনেতা কার্তিকা আরিয়ানের প্রেমে সারা যে এমন পাগল হয়ে উঠবেন তা আর কে জানত! কার্তিক আরিয়ান যতই অনন্যা পান্ডের সঙ্গে ঘোরাফেরা করুন না কেন, সারা কিন্তু কার্তিককে ভুলতে নারাজ। তিনি তো একপ্রকার কার্তিক আরিয়ানের নাম জপতে শুরু করেছেন বললেও ভুল হবে না। 'বোম্বে টাইমস'-কে দেওয়া একটি অনলাইন চ্যাট শোয়ে সারা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি রণবীর কাপুরের কথা আর ভাবতে চান না। রণবীর আলিয়াকে বিয়ে করছে। বর্তমানে সারার মন জুড়ে রয়েছে শুধুই কার্তিক আরিয়ান। এমনকি কার্তিক আরিয়ানকে তিনি কী উপহার দিতে চান, সেটাও বুঝিয়ে দেন সারা। কার্তিক আরিয়ানের নাম শুনে সারা আলি খানের মুখ যেভাবে লাল হয়ে উঠল, তা বোধহয় প্রেমে হাবুডুবু খেলেই সম্ভব! তাই নয় কি?
আরও পড়ুন-মহালয়ার স্তোত্র পাঠে উত্তমকুমার-বীরেন্দ্রকৃষ্ণের লড়াই এবার সেলুলয়েডে, ঠিক কী ঘটেছিল?
এমনকি সারা কার্তিককে ঠিক কী উপহার দিতে চান, সেই জবাবও স্বচ্ছন্দ্যে দেন সারা।
আরও পড়ুন-দীপিকাকে ছেড়ে এবার আলিয়ার ঘনিষ্ঠ রণবীর সিং!
প্রসঙ্গত কার্তিকের প্রতি সারার এই ভালোলাগার কথা জেনে একটি অনুষ্ঠানে সারার সঙ্গে কার্তিকের আলাপও করিয়ে দেন রণবীর সিং। দেখুন কী ঘটেছিল সেখানে...
শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলির 'লাভ আজকাল'-এর সিকুয়্যালে কার্তিক আরিয়ানের বিপরীতে সারা আলি খানের কাজ করার কথাও শোনা যাচ্ছে।
আরও পড়ুন-ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর কেমন আছেন? জানালেন দাদা রণধীর কাপুর