নিজস্ব প্রতিবেদন: শনিবার সকাল সকাল শনি মন্দিরে পুজো দিতে হাজির সারা আলি খান। এদিন মুম্বইয়ের জুহুর একটি মন্দিরে পুজো দিয়ে বের হওয়ার সময় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন সারা আলি খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার জুহুর শনি মন্দিরে অবশ্য শুধু সারা আলি খান নন, তাঁর সঙ্গে হাজির ছিলেন তাঁর মা অমৃতা সিং। তবে তিনি অবশ্য মন্দির থেকে বেরিয়ে কোনওরকমে ক্যামেরা এড়িয়ে গাড়িতে উঠে যান। তবে সারা সবসময়ের মত পাপারাৎজিদের উদ্দেশ্যে 'নমস্ত' করতে ভোলেননি।


আরও পড়ুন-থেঁতলে গিয়েছে মুখ, ১৭টি সেলাই ঢেকে ফিরলেন শাহিদ




 কিছুদিন আগেই মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন সারা। মলদ্বীপে অমৃতার সঙ্গে মিলে সারা ওয়াটার স্কুটার চালানোর ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, সারা আলি খান এই মুহূর্তে তাঁর আগামী ছবি 'কুলি নম্বর ওয়ান'-নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে শুধু 'কুলি নম্বর ওয়ান'-ই নয়, সারাকে খুব শীঘ্রই দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে 'লাভ আজকাল ২' ছবিতেও। 


আরও পড়ুন-'আবার ফিরে এলে', ভুল বোঝাবুঝি ভুলে ফের ঘনিষ্ঠ হলেন পরম-রাইমা