নীল স্বর্গে ভেসে বেড়াচ্ছে 'জলপরী', ভিডিয়ো শেয়ার করলেন সারা

 সারা আলি খানের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি এবং ভিডিয়ো নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠছেন তাঁর ভক্তরা৷

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 6, 2020, 01:34 PM IST
নীল স্বর্গে ভেসে বেড়াচ্ছে 'জলপরী', ভিডিয়ো শেয়ার করলেন সারা

নিজস্ব প্রতিবেদন: মলদ্বীপে (Maldives) বেড়াতে গিয়েছেন সারা আলি খান৷ শ্যুটিংয়ের হাজার ব্য়স্ততা থেকে সময় বের করে জলের রাজ্যে বেড়াতে যান (Saif Ali Kahn) সইফ-কন্যা৷ সেখানে গিয়ে কখনও বিকিনিতে ছবি শেয়ার করছেন সারা, আবার কখনও মায়ের সঙ্গে স্কুটার চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সমুদ্রের এমাথা ওমাথা৷ সবকিছু মিলিয়ে সারা আলি খানের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি এবং ভিডিয়ো নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠছেন তাঁর ভক্তরা৷

আরও পড়ুন :  গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে নিকের ঘনিষ্ঠ, ভাইরাল প্রিয়াঙ্কার কীর্তি
এবার (Sara Ali Khan) সারা শেয়ার করলেন সাঁতারের ভিডিয়ো৷ যেখানে সাদা পোশাক পরে জাহাজ থেকে তাঁকে জলে নামতে দেখা যাচ্ছে৷ সাদা রঙের বিকিনি পরে জলের তলায় ভেসে বেড়াতে দেখা যায় (Bollywood) বলিউড অভিনেত্রীকে৷ কখনও জলের নীচে নেমে, সেখানকার ছোট ছোট উদ্ভিত ও জলজ প্রাণীকে হাতে তুলে নিতে দেখা যায় সারা আলি খান-কে, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় সইফ আলি খানের মেয়েকে৷

আরও পড়ুন  : দুবাইতে গোপনে বিশেষ বন্ধুর সঙ্গে পার্টি, প্রকাশ্যে বাঙালি-কন্যা মৌনি রায়ের ছবি
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শুধু তাই নয়, জাহাজ থেকে যখন জলে নেমে যখন ভেসে বেড়াতে শুরু করেন সারা, তখন সমুদ্রের জগতকে 'প্যারাডাইস' হিসেবেও ব্যাখ্য়া করেন 'কেদারনাথ' (Actor) অভিনেত্রী৷

আরও পড়ুন : লাল গাউনে উষ্ণ নুসরত, ভাইরাল ছবি
কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলের শ্যুটিং শেষ করে বর্তমানে লভ আজকাল পার্ট টু নিয়ে ব্যস্ত সারা আলি খান৷ লভ আজকাল-এর সিক্যুয়েলে (Kartik Aryan) কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে৷ যা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে৷ তবে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পরও সারা যে একেবারে বন্ধুর মতো ব্যবহার করে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমানে কাজ করে যাচ্ছেন, তা দেখে অনেকেই সারা-কার্তিকের সঙ্গে রণবীর কাপুর এবং (Deepika Padukone) দীপিকা পাডুকনের তুলনা করতে শুরু করেছেন৷
প্রসঙ্গত (Ranbir Kapoor) রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরও তামাশা-য় তাঁর স্ক্রিন শেয়ার করেন দীপিকা পাডুকন৷

.