তৃতীয় ছবির প্রস্তাব, স্বপ্নের পুরুষের কাছাকাছি আসতে চলেছেন সারা!

নিজস্ব প্রতিবেদন: বলিউডে নবাব নন্দিনী সারা আলি খানের শুরুটা মন্দ হচ্ছে না। কেরিয়ারের শুরুতেই দু'দুটো ছবি 'কেদারনাথ' ও 'সিম্বা' প্রায় একইসঙ্গে মুক্তি পেতে চলেছে। আবার এরই মধ্যে তৃতীয় ছবিতেও সই করতে চলেছেন সারা। 'এশিয়ান এজ' সূত্রে খবর, তবে সারার জন্য সুখবর শুধু এটাই নয়, আরও একটি আছে। তৃতীয় ছবিতে সারার বিপরীতে কে থাকবেন জানেন?

কার্তিক আরিয়ান। হ্যাঁ ঠিকই শুনছেন। যে কার্তিক আরিয়ানকে সারার ভীষণ পছন্দ, যাঁর সঙ্গে তিনি ডেটে যাওয়ার স্বপ্ন দেখেন, প্রেম করার স্বপ্ন দেখেন, সেই কার্তিকের সঙ্গেই এবার কাজ করতে চলেছেন সারা। বলা ভালো সারা এবার তাঁর স্বপ্নের পুরুষের কাছাকাছি আসতে চলেছেন। প্রসঙ্গত, বলিউডে নবাগত অভিনেতা কার্তিক আরিয়ানকে যে তাঁর ভীষণ পছন্দ তা কিছুদিন আগে প্রকাশ্যেই জানিয়েছিলেন সইফ কন্যা। এমনকি 'কফি উইথ করণ' সিজন ৬-এ বাবা সইফের সামনেই কার্তিকের প্রতি তাঁর ডেট করার ইচ্ছের কথা তিনি জানিয়ে দেন। শুধু তাই নয় কিছুদিন আগে একটি রেডিও শোয়ে 'কেদারনাথ'-এর প্রমোশনে গিয়েও সারা সঞ্চালিকাকে বলেন, ''তাঁর ছবি নয়, তাঁরা যেন তাঁর বাড়ির ঠিকানাই কার্তিকের কাছে পাঠিয়ে দেন। ''

আরও পড়ুন-বিয়ের ১ বছর, এভাবেই কাটাচ্ছেন টালিগঞ্জের দুই তারকা গৌরব-ঋদ্ধিমা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এদিকে সারার এই ইচ্ছের কথা কার্তিকের কানে পৌঁছলে তিনিও কিছুটা লজ্জা পেয়ে সারার সঙ্গে কফি খেতে যাওয়ায় সম্মতি জানান।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে চিন সীমান্তে সাইকেল চালালেন সলমন, দান করলেন ২২ লক্ষ টাকা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, এই মুহূর্তে সারা আলি খানের কেরিয়ার গ্রাফ তুঙ্গে। অনেক ফিল্ম বিশেষজ্ঞরাই বলছেন, '' একজন অভিনেত্রী, যিনি ডেবিউ করতে যাওয়ার আগেই এতোগুলি ছবির প্রস্তাব পাচ্ছেন, এটা একটা দারুণ ব্যাপার বিশেষ করে তারকা সন্তানের ডেবিউয়ের ক্ষেত্রেও প্রথম ছবি মুক্তি পাওয়ার পর সেটা কীভাবে সাড়া ফেলল তার উপরই ভবিষ্যৎ নির্ভর করে। পাশাপাশি তিনি কত টাকা পারিশ্রমিক পাবেন সেটা নির্ভর করে। তবে সারা আলি খানের ক্ষেত্রে এমনটা হচ্ছে না। তাঁর প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই সারার হাতে পর পর ছবির প্রস্তাব আসছে। এটা নিঃসন্দেহে সারার কেরিয়ারের পক্ষে দারুণ বিষয়। ''

প্রসঙ্গত, 'কেদারনাথ' মুক্তির আগেই ছবির ট্রেলার ও গান দেখেই সিনেমাপ্রেমীরা সারার প্রশংসায় পঞ্চমুখ। তাই শুরুটা মন্দ হচ্ছে না সইফ কন্যা। এদিকে ইমতিয়াজ আলির ছবিতে সারা তাঁর পছন্দের পুরুষ কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করলে তাঁদের রসায়নও জমে উঠবে বলে মনে করছেন সকলে।

আরও পড়ুন-সামেনই বিয়ে! একসঙ্গে বাড়ি কিনেছেন মালাইকা-অর্জুন

English Title: 
Sara Ali Khan To Romance Katrik Aaryan In Imtiaz Ali's Next – Confirmed
News Source: 
Home Title: 

তৃতীয় ছবির প্রস্তাব, স্বপ্নের পুরুষের কাছাকাছি আসতে চলেছেন সারা!

তৃতীয় ছবির প্রস্তাব, স্বপ্নের পুরুষের কাছাকাছি আসতে চলেছেন সারা!
Yes
Is Blog?: 
No