নিরামিষাশীরাও এবার পাবেন মাংসের স্বাদ, Riteish ও Genelia-র উদ্যোগের পাশে ShahRukh
রীতেশ-জেনেলিয়ার এই ভেজ মাংসের ব্র্যান্ডের প্রচারে হাত বাড়িতে দিয়েছেন খোদ শাহরুখ খান...
নিজস্ব প্রতিবেদন: এবার মাংসের স্বাদ উপভোগ করতে পারবেন নিরামিষাশীরাও। কথাটা শুনে অবাক লাগলেও এটা সত্যি। যাঁরা মাংস খেতে পছন্দ করেন, অথচ সব ছেড়ে নিরামিষাশী হওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য সুখবর নিয়ে এলেন রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া ডি'সুজা (Genelia D’Souza)।
এবার মাংস না খেয়েও তার স্বাদ ও মজা নিতে পারবেন আপনি। সৌজন্যে উদ্ভিদ থেকে তৈরি কিছু খাবার। অথচ স্বাদ এক্কেবারে চিকেন কিংবা মটনের মতো। আর এধরনের খাবারের কোম্পানি খুলেছেন বলি দম্পতি রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া ডি'সুজা দেশমুখ (Genelia D’Souza)। নাম দিয়েছেন 'ইমাজিন মিট' (Imagine Meats)। গণেশ চতুর্থীর দিনই নিজের এই নতুন ধরনের খাবারের ব্র্যান্ডের উদ্বোধন করেছেন রীতেশ ও জেনেলিয়া।
আরও পড়ুন-Taimur-এর গণেশ পুজো, ছোট্ট নবাবকে ধর্ম নিয়ে নিশানা কট্টরপন্থীদের
রীতেশ-জেনেলিয়ার এই ভেজ মাংসের ব্র্যান্ডের প্রচারে হাত বাড়িতে দিয়েছেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খান লিখেছেন, রীতেশ ও জেনেলিয়া তাঁদের এই নতুন খাবারের ব্র্যান্ডের উদ্বোধনের কথা ভাবছিল, আমি দুই বাহু ছড়িয়ে দিয়ে বলেছি 'ম্যায় হুঁ না'।
My friends @geneliad & @Riteishd were discussing who would launch their Plant Based Meats Venture. I opened my arms wide and said ‘Main Hoon Naa’. I wish the entire team of @ImagineMeats my best as they dish out #TheHappyMeat. It’s live https://t.co/QHj2BxRZO2 go visit. pic.twitter.com/CNEM2BkLuq
— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2021
প্রসঙ্গত, রীতেশ ও জেনেলিয়ার এই 'ইমাজিন মিট' (Imagine Meats)-এ অন্তর্ভুক্ত রয়েছে উদ্ভিদ-ভিত্তিক মুরগী এবং মটন জাতীয় কিমা, কাবাব, নাগেটস, বার্গার এবং বিরিয়ানি । এই খাবরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রীতেশ বলেছেন, তিনি মাংস খেতে ভীষণ পছন্দ করতেন, অথচ ৪ বছর আগেই নিরামিষাশী হয়ে গিয়েছেন। তবে এই খাবারগুলি তাঁর মাংস খাবার অভাব পূরণ করেছে।