Shah Rukh Khan 57th Birthday : তখন অনেক রাত... মন্নতের বাইরে জনসমুদ্র, আর ব্যালকনিতে শাহরুখ...
পুলিস তখন উৎসাহী জনতাকে সামাল দিতে হিমসিম খাচ্ছে। `বাদশা` ঠিক আসবেন, দেখা করবেন। এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষায় রয়েছেন সকলে...। বিশ্বাস ভাঙল না, শাহরখ এলেন। মন্নতের গেটের ঠিক সামনে বহু উঁচুতে লোহার তৈরি লম্বা ব্যালকনি। সেখানেই ছোট ছেলে আব্রামকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়ালেন। অনুরাগীদের গলায় তখন Happy Birthday গান। ভালোবাসায় ভেসে গেল ৫৭তম জন্মদিন। বাজি ফাটল, বেলুন উড়ল। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, মাথা নত করে হাত জোড় করেন, আবার কখনও চুমুও ছুড়ে দেন।
Shah Rukh Khan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তখন অনেক রাত, ঘড়ির কাঁটা ১২ পার করে গিয়েছে। 'মন্নত'-এর বাইরে তখন উপচে পড়েছে ভিড়। জনসমুদ্র বলাই ভালো। কারো হাতে কেক, কারোর হাতে, মিষ্টি, আরও কত উপহার কেউ বা বিশাল আকারের পোস্টা নিয়ে এসেছে।। শুধু একটি বার, একটি বার প্রিয় তারকা, 'কিং' খান শাহরুখকে দেখার আশায়। পুলিস উৎসাহী জনতাকে সামাল দিতে হিমসিম খাচ্ছে। 'বাদশা' ঠিক আসবেন, দেখা করবেন। এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষায় রয়েছেন সকলে...।
বিশ্বাস ভাঙল না, শাহরখ এলেন। মন্নতের গেটের ঠিক সামনে বহু উঁচুতে লোহার তৈরি লম্বা ব্যালকনি। সেখানেই ছোট ছেলে আব্রামকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়ালেন। অনুরাগীদের গলায় তখন Happy Birthday গান। ভালোবাসায় ভেসে গেল ৫৭তম জন্মদিন। বাজি ফাটল, বেলুন উড়ল। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, মাথা নত করে হাত জোড় করেন, আবার কখনও চুমুও ছুড়ে দেন। শুধু শাহরুখ নন, বাবার দেখাদেখি সকলের উদ্দেশ্যে হাড় নাড়ল ছোট্ট আব্রামও। আরে এটার অপেক্ষাতেই তো এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন সকলে। অনুরাগীরা ছবি তুলতে ব্যস্ত। শাহরুখও জনসমুদ্রর দিকে পিঠ করে দূর থেকেই সেলফি তুললেন। সেই সুন্দর মুহূর্তগুলি লেন্সবন্দি করেছে পাপারাৎজির ক্যামেরা। সোশ্য়ালে উঠে এসেছে সেই সব ভিডিয়ো। ট্যুইটারেও ট্রেন্ডিং Happy Birthdau SRK।
আরও পড়ুন-তিন বছর কোনও খবর নেই, অবশেষে এলেন 'পাঠান' শাহরুখ...
আরও পড়ুন-জাঁকজমকে 'না', হোটেলের ঘরে এভাবেই জন্মদিন পালন করবেন শাহরুখ...
দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউডে রাজত্ব করেছেন। প্রথমদিকে একাধিক ধারাবাহিকে অভিনয় পরে 'দিওয়ানা' ছবির হত ধরে বলিউডে পা রাখেন 'কিং'। যেটি মুক্তি পেয়েছিল ১৯৯২-এ। পরবর্তীকালে দিলওয়ালে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্য়ায়' থেকে শুরু করে একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন শাহরুখ। যদিও তাঁর গোটা কেরিয়ারও যে মসৃন পথে এগিয়েছে, তেমনটাও নয়। ব্যর্থতাও এসেছে। একের পর এক ব্যর্থতা। শেষবার ২০১৮তে মুক্তি পাওয়া জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। তারপর দীর্ঘ বিরতি নেন 'কিং'। ২০২৩-এ অবশ্য মুক্তি পাওয়ার কথা শাহরুখের তিনটি ছবি। তালিকায় রয়েছে 'পাঠান', 'ডাঙ্কি' এবং 'জওয়ান'। বলা ভালো, এই তিন ছবির হাত ধরে ঘুরে দাঁড়ানোর লড়াইতে নামতে চলেছেন 'বাদশা'। শাহরুখ ভক্তরা অবশ্য বুকে হাত রেখে শাহরুখের ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।