পার্টির মধ্যে একসঙ্গে নাচছেন শাহরুখ-কাজল, ভাইরাল ভিডিয়ো
বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননকেও দেখা যায়
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![পার্টির মধ্যে একসঙ্গে নাচছেন শাহরুখ-কাজল, ভাইরাল ভিডিয়ো পার্টির মধ্যে একসঙ্গে নাচছেন শাহরুখ-কাজল, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/15/250467-srk-kajol-in-party.jpg)
নিজস্ব প্রতিবেদন: পার্টির মধ্যে একসঙ্গে নাচতে শুরু করলেন শাহরুখ খান এবং কাজল। সলমন খান এবং সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো-র ধুনে নাচতে শুরু করেন শাহরুখ-কাজল। বলিউডের দুই তারকার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
রোহিত শেঠির সিনেমা দিলওয়ালের শ্যুটিংয়ের সময় শাহরুখ-কাজল এবং বরুণ ধাওয়ান-কৃতি শ্যাননকে পার্টি করতে দেখা যায়। ওই পার্টিতেই প্রেম রতন ধন পায়োর ধুনে নাচতে দেখা যায় অনস্ক্রিন সেলেব জুটিকে।
দেখুন সেই ভিডিয়ো...
লকডাউনের জেরে বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকারা। শাহরুখ খান যেমন অর্থ সাহায্য দিয়ে সাহায্য করছেন, তেমনি চিকিতসা এবং চিকিতসা কর্মীদের পিপিই দিয়ে সাহায্য করছেন শাহরুখ খান। শুধু তাই নয়, চিকিতসক এবং চিকিতসা কর্মীরা যাতে পিপিই পান, তার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে াসার আহ্বান জানান শাহরুখ।
অন্যদিক লকডাউনের মধ্যে অজয় দেবগণ এবং দুই সন্তানের সঙ্গে বাড়িতে রয়েছেন কাজল। লকডাউনের আগে মেয়ে নাইশাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসেন অজয়-কাজল। এরপরই মুম্বইয়ের বাড়িতে একসঙ্গে সময় কাটাচ্ছেন প্রত্যেকে।