রিলিজ হওয়ার আগেই ১০০ কোটির ব্যবসা করল শাহরুখের ছবি

ওয়েব ডেস্ক: এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলী টু রিলিজ করার আগে ৫০০ কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে। এটাই ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রি-রিলিজ ব্যবসার সর্বোচ্চ রেকর্ড। এবার দক্ষিণী ছবির মতই প্রি-রিলিজ ব্যবসায় ১০০ কোটির নজির গড়ল বলিউডের ছবি। ইমতিয়াজ আলি পরিচালিত বলিউডের কিং শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত এই ছবির ডিস্ট্রিবিউশন রাইটস কিনে নিল এন এইচ স্টুডিয়োস। ভারত এবং ভারতের বাইরে শাহরুখ খানের এই সিনেমার ডিস্ট্রিবিউশনশিপ এন এইচ স্টুডিয়োসের হাতেই। কত টাকায় এই ছবির ডিস্ট্রিবিউশনশিপ বিক্রি হয়েছে তা কোনও পক্ষের কাছ থেকেই পাওয়া যায়নি, কেউই তা বলতে চাননি। তবে বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে ১২৫ কোটি টাকার ওপরেই এই ছবির ডিস্ট্রিবিউশনশিপ কিনেছে  এন এইচ স্টুডিয়োসের কর্ণধার নরেন্দ্র হিরাওয়াত। 

 

English Title: 
Shah Rukh Khan's film scores pre- release business of over Rs 100 crores
News Source: 
Home Title: 

রিলিজ হওয়ার আগেই ১০০ কোটির ব্যবসা করল শাহরুখের ছবি

রিলিজ হওয়ার আগেই ১০০ কোটির ব্যবসা করল শাহরুখের ছবি
Yes
Is Blog?: 
No