শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ খ্যতনামা লেখক পাওলো কোয়েলহো
এবার কিং খানের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক পাওলো কোয়েলহো।
নিজস্ব প্রতিবেদন : গোটা বিশ্বে শাহরুখের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার কিং খানের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক পাওলো কোয়েলহো। এবার কোয়েলহোর প্রশংসায় উঠে এসেছেন প্রযোজক শাহরুখ।
সম্প্রতি, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ' প্রযোজিত ছবি 'কামিয়াব'। যে ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় মিশ্রা। অন্যান্য ভূমিকায় রয়েছেন দীপক দোব্রিয়াল, ঈশা তলওয়ার। কামিয়াব ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হার্দিক মেহতা। ছবির বিষয়বস্তুতে উঠে এসেছে একজন অভিনেতার গল্প। যিনি তাঁর জীবনের ৫০০ তম ছবিটি করতে অবসর ভেঙে ফিরেছেন। শাহরুখের প্রযোজনা সংস্থার এই ছবি দেখে চোখে জল এসেছে খ্যতনামা লেখক কোয়েলহোর।
সাম্প্রতিক কালে এক এক ব্রাজিলিয়ান অভিনেতার আত্মহত্যার প্রসঙ্গ টেনে কোয়েলহো লিখেছেন, ''প্রযোজককে ধন্যবাদ জানাতে চাই। দুদিন আগে ফ্লাভিও মিগলিয়াসিও নামে ব্রাজিলিয়ান এক অভিনেতা আত্নহত্য়া করেছেন, তিনি নোটে লিখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে শিল্পীদের ব্যবহার করে। এই ছবিটি মজার ছলে হলেও এটাই আসে শিল্পের ট্র্যাজিডি।''
The producers thank you in the very 1st frame, @iamsrk . I am doing the same.
2 days ago a great Brazilian actor , Flavio Migliaccio, committed suicide, leaving a note on how the industry treats their artists.
This movie, labeled as “comedy”, is in fact the tragedy of Art pic.twitter.com/t3qVxe4Aew— Paulo Coelho (@paulocoelho) May 6, 2020
আরও একটি টুইটে কোয়েলহো লিখেছেন, ''যিনি চিত্রনাট্য লিখেছেন, আমার তরফে তাঁর জন্যও ধন্যবাদ রইল। চিত্রনাট্যের শেষটা আমায় কাঁদিয়ে দিয়েছে।''
পাওলো কোয়েলহো-র এই টুইটের উত্তরও দিয়েছেন শাহরুখ। পাল্টা টুইটে কিং খান লিখেছেন, ''কিছুদিন আগে ছবিটি যখন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছিল, তখন উনি দেখেছেন। ওনার প্রশংসা রেড চিলিজ সমস্ত সদস্যদের উদ্বুদ্ধ করবে।''
Saw the film when it was doing Festival rounds and it touched a chord with the whole team at @RedChilliesEnt Am so moved you appreciate. It’s a sad truth that character actors get forgotten. Look after yourself my friend and be safe & healthy https://t.co/4uKm1Zf5S2
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2020
তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন কারণে শাহরুখের প্রশংসা করেছেন পাওলো কোয়েলহো। এই বিশ্ব বিখ্যত লেখক বলিউডের সিনেমার পাশাপাশি ভারতীয় সংস্কৃতিরও খোঁজ খবর যথেষ্ঠ রাখেন। কিছুদিন আগে ইরফান খানের মৃত্যুতে গীতার কিছু লাইন ব্যবহার করে টুইট করেছিলেন কোয়েলহো।