নিজস্ব প্রতিবেদন : নির্দেশিকা অমান্য করার অভিযোগ শাহিদ কাপুর ও মুম্বইয়ের একটি জিম মালিককে চিঠি পাঠালো মুম্বই BMC। করোনাভাইরাস সতর্কতায় জারি করা স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে শাহিদ কাপুরের (Shahid Kapoor) বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা রুখতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে মুম্বইয়ের সমস্ত জিম বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। অথচ তা সত্ত্বেও মঙ্গলবার স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বইয়ের একটি জিমে ঢুকতে দেখা যায় শাহিদ কাপুরকে। জানা যায়, সারাদিন বন্ধ রাখা হলেও শুধু মাত্র শাহিদ কাপুরের অনুরোধেই ২ ঘণ্টার জন্য ওই জিমটি খোলা হয়েছিল। ওই দু'ঘণ্টা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত শরীরচর্চার জন্য জিমে হাজির হয়েছিলেন। আর এরপরই মুম্বইয়ে জারি হওয়া স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে শাহিদ কাপুর ও ওই জিম মালিকের কাছে চিঠি পাঠায় BMC। 


আরও পড়ুন-কোয়ারেন্টাইনে পাঠানো হল ভজন সম্রাট অনুপ জালোটাকে



আরও পড়ুন-৩১ মার্চ পর্যন্ত সমস্ত শ্যুটিং বন্ধ, টিভিতে সিরিয়ালের পুরনো এপিসোডই দেখতে হবে?


এদিকে গত ১৪ মার্চ করোনা সতর্কতার কারণে নিজেই তার আগামী ছবি 'জার্সি' শ্যুটিং বাতিল করার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন শাহিদ। এই পরিস্থিতিতে সকলকে সুরক্ষিত থাকারও আবেদন করেছিলেন শাহিদ (Shahid Kapoor)।



চারিদিকে করোনা আতঙ্কের পরও শাহিদ কাপুরের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। 


আরও পড়ুন-করোনা আতঙ্ক উপেক্ষা করেই গানের অনুষ্ঠান করলেন অর্পিতা চট্টোপাধ্যায়