জানেন শাহিদ কাপুরের প্রিয় ক্রিকেটার কে?
বলিউড অভিনেতা শাহিদ কাপুর যে সিনেমার পাশাপাশি একজন ক্রীড়াপ্রেমীও, এটা সকলেই জানেন। দিল মাঙ্গে মোর এবং দিল বোলে হরিপ্পার মতো ক্রিকেটের সঙ্গে জড়িত সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। কিন্তু আপনি জানেন কি যে, শাহিদ কাপুরের প্রিয় ক্রিকেটার কে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে ভক্তদের প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন রেঙ্গুন অভিনেতা।
![জানেন শাহিদ কাপুরের প্রিয় ক্রিকেটার কে? জানেন শাহিদ কাপুরের প্রিয় ক্রিকেটার কে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/03/79937-sahidkapoor3-3-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা শাহিদ কাপুর যে সিনেমার পাশাপাশি একজন ক্রীড়াপ্রেমীও, এটা সকলেই জানেন। দিল মাঙ্গে মোর এবং দিল বোলে হরিপ্পার মতো ক্রিকেটের সঙ্গে জড়িত সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। কিন্তু আপনি জানেন কি যে, শাহিদ কাপুরের প্রিয় ক্রিকেটার কে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে ভক্তদের প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন রেঙ্গুন অভিনেতা।
আরও পড়ুন মহেশ ভাটকে হুমকি মামলায় গ্রেফতার এক
সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার প্রিয় ক্রিকেটার কে? কোনও কিছু বনিতা না রেখেই শাহিদ কাপুরের উত্তর ছিল, 'বিরাট'। অর্থাত্, বোঝাই যাচ্ছে, এ দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মতো বিরাট কোহলি জ্বরে আক্রান্ত শাহিদ কাপুরও।