বিয়ে করছেন শাহিদ, পাত্রী মীরা রাজপুত
গত বছর হায়দরে শাহিদের অভিনয় চমকে দিয়েছিলো সকলকে। আর এবার আরও বড় চমক শাহিদের। তবে অভিনয় জীবনে নয়, ব্যক্তিগত জীবনে। বিয়ে করছেন শাহিদ। পাত্রী এখনও ২৩ না পেরনো মীরা রাজপুত। নিজের থেকে ১১ বছরের ছোট দিল্লিবাসী মীরার সঙ্গে গত জানুয়ারী মাসেই বাকদান হয়ে গিয়েছে ৩৪ বছরের শাহিদের।
![বিয়ে করছেন শাহিদ, পাত্রী মীরা রাজপুত বিয়ে করছেন শাহিদ, পাত্রী মীরা রাজপুত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/23/36178-shaheedbie.jpg)
ওয়েব ডেস্ক: গত বছর হায়দরে শাহিদের অভিনয় চমকে দিয়েছিলো সকলকে। আর এবার আরও বড় চমক শাহিদের। তবে অভিনয় জীবনে নয়, ব্যক্তিগত জীবনে। বিয়ে করছেন শাহিদ। পাত্রী এখনও ২৩ না পেরনো মীরা রাজপুত। নিজের থেকে ১১ বছরের ছোট দিল্লিবাসী মীরার সঙ্গে গত জানুয়ারী মাসেই বাকদান হয়ে গিয়েছে ৩৪ বছরের শাহিদের।
চলতি বছরের শেষের দিকেই চারহাত এক হতে চলেছে শাহিদ-মীরার। মকর সংক্রান্তিতে হয়ে গিয়েছে আংটি বদল। যদিও বিয়ের বিষয়ে এখনই বিশেষ মুখ খুলতে চাননি শাহিদ। বলিউড তারকার সঙ্গে বিয়ের কথা পাকা হলেও মীরা এখনও ছাত্রী। দিল্লির এক কলেজে তৃতীয় বর্ষে ইংরেজি অনার্স পড়ছেন তিনি। অন্যদিকে, এই মুহূর্তে কেরিয়ার শিখরে রয়েছেন শাহিদ।
আপাতত আলিয়া ভটের বিপরীতে শানদার ও করিনা কপূরের বিপরীতে উড়তা পঞ্জাব ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাহিদ।