Suhana Khan: বাথটবের জলে আগুন! শাহরুখ কন্যার ছবি দেখে ঘাম ঝরছে নেটপাড়ার
Shahrukh khan daughter Suhana: ভিডিয়োতে সুহানা খানকে দেখা যাচ্ছে স্টাইলের সঙ্গে বাথটবে স্নান করতে। সুহানাকে মজা করতে দেখে রীতিমতো চোখ আটকে গিয়েছে ভক্তদের। তখনও তাঁকে দেখাচ্ছে ভীষণ খুশি, আবার ঠিক তারপরেই হারিয়ে যাচ্ছেন গভীর চিন্তায়।
![Suhana Khan: বাথটবের জলে আগুন! শাহরুখ কন্যার ছবি দেখে ঘাম ঝরছে নেটপাড়ার Suhana Khan: বাথটবের জলে আগুন! শাহরুখ কন্যার ছবি দেখে ঘাম ঝরছে নেটপাড়ার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/03/18/464918-suhana-khan.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন শাহরুখ কন্যা। কখনও সেনসেশনে থাকে তাঁর পোশাক তো কখনও সিনেমা। কার সঙ্গে বাইরে যাচ্ছেন, কী খাচ্ছেন, কোনও বিতর্ক দানা বাঁধছে কিনা সেদিকে নজর নেটপাড়ার। এবার নেটদুনিয়ায় ভাইরাল সুহানার বাথটবে স্নানের ভিডিয়ো। সুহানা নিজেই নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন।
আরও পড়ুন, Elvish Yadav Arrested: সাপের বিষ পাচারের অভিযোগে গ্রেফতার 'রাওসাহাব'...
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ইতিমধ্যেই সেই ভিডিয়ো দেখে উপভোগ করছেন। ভিডিয়োতে সুহানা খানকে দেখা যাচ্ছে স্টাইলের সঙ্গে বাথটবে স্নান করতে। সুহানাকে মজা করতে দেখে রীতিমতো চোখ আটকে গিয়েছে ভক্তদের। তখনও তাঁকে দেখাচ্ছে ভীষণ খুশি, আবার ঠিক তারপরেই হারিয়ে যাচ্ছেন গভীর চিন্তায়। শাহরুখ কন্যার অভিব্য়ক্তি স্তব্ধ করেছে সকলকে।
কেউ তাঁর চোখের প্রশংসা করছে তো কেউ বলছেন, 'মন কেড়ে নেওয়ার মতো সুন্দর নারী।' তবে এক বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রচারের জন্যই এই শ্যুট করেছেন সুহানা। অন্যদিকে, এক ফ্রেমে বন্ধি হয়েছেন পুত্র-কন্যা সহ শহরুখ খানও। মূলত আরিয়ান খানের ব্র্যান্ডকে প্রোমোট করতেই এই উদ্যোগ নিয়েছে খান পরিবার। এই প্রথম আরিয়ানের ক্লোদিং ব্রান্ডের প্রচারে দেখা যেতে চলেছে বোন সুহানাকে। গত বছর এই ব্র্যান্ডের অ্য়াম্বাসেডর হিসেবে দেখা গিয়েছিল স্বয়ং শাহরুখ খানকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)