হলিউডকে ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা শাহরুখ

তিনি বাদশা। তবে শুধু বলিউড বাদশা নন। তিনি সত্যিই বাদশা। অন্তত তাঁর সম্পত্তির হিসেব তাই বলছে। বিশ্বের সেরা দশ হলিউড ও বলিউড ব্যক্তিত্বের তালিকায় জনি ডেপ, টম ক্রুজকে পিছেনে ফেলে দিলেন শাহরুখ।

Updated By: May 22, 2014, 09:07 PM IST

তিনি বাদশা। তবে শুধু বলিউড বাদশা নন। তিনি সত্যিই বাদশা। অন্তত তাঁর সম্পত্তির হিসেব তাই বলছে। বিশ্বের সেরা দশ হলিউড ও বলিউড ব্যক্তিত্বের তালিকায় জনি ডেপ, টম ক্রুজকে পিছেনে ফেলে দিলেন শাহরুখ।

এখনও পর্যন্ত ৪৮ বছরের জীবনে ৫০টি বলিউডি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। রয়েছে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকানাও। এসআরকের সম্পত্তির মূল্য ৬০ কোটি মার্কিন ডলার। তালিকায় শাহরুখের আগে রয়েছেন একমাত্র কৌতূক অভিনেতা জেরি সেনফিল্ডের সম্পত্তির মূল্য ৮২ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা টম ক্রুজ। তাঁর সম্পত্তির মূল্য ৪৮ কোটি মার্কিন ডলার, চতুর্থ টাইলার পেরির ও পঞ্চম স্থানে থাকা জনি ডেপের রয়েছে ৪৫ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি।

তালিকায় রয়েছেন অস্কারজয়ী জ্যাক নিকোলসন(সম্পত্তির পরিমান ৪০ কোটি মার্কিন ডলার), টম হ্যাঙ্কস(৩৯ কোটি মার্কিন ডলার) ও ক্লিন্ট এস্টউড(৩৭ কোটি মার্কিন ডলার)। তালিকায় রয়েছেন বিল কসবি ও অ্যাডাম স্যান্ডলারও। সমীক্ষাটি চালিয়েছে বিশ্বের আল্ট্রা হাই নেট ওয়েল্থ-এক্স। একটি বিশেষ মডেলে তাঁরা সমীক্ষা চালিয়েছে।

.